সুইজারল্যান্ডে স্নাতকোত্তরের সুযোগ, মিলবে সাড়ে ১১ লক্ষ টাকার বৃত্তি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০১:০২ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২১, ০১:৪৪ PM
স্নাতকোত্তরে স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইটিএইচ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর।
ইটিএইচ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিল্যান্স স্কলারশিপ এন্ড অপরচুনিটি প্রোগ্রাম’ এর আওতায় শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকার একটি বৃত্তি প্রদান করা হবে। বৃত্তির অর্থায়ন করবে ইটিএইচ ফাউন্ডেশন।
শিক্ষার্থীরা চাইলে ইটিএইচ বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন। সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টি ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত হয়।
সুবিধাসমূহ:
* প্রতি সেমিস্টারে টিউশন ফি বাবদ ১২ হাজার সুইস ফ্রাঙ্ক প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১১ লক্ষ ২৭ হাজার টাকা।
* একটি টিউশন ফি মওকুফের অনুদানের সুযোগ রয়েছে।
* যে কোনো দেশের শিক্ষার্থীর আবেদন করতে পারবেন।
* বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয় নিয়ে পড়া যাবে।
যোগ্যতা:
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা পূরণ করতে হবে।
* স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।
* থিসিসের জন্য একটি প্রাক-প্রস্তাব আপলোড করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।