ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়, কাতার
হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়, কাতার  © সংগৃহীত

বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার সে দেশে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের দেয়া স্কলারশিপ তেমনই একটি। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল -ফ্রি স্কলারশিপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। 

বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের কোনো টিউশন ফি লাগবে না। এছাড়াও মাসিক উপবৃত্তি, বিমানে যাতায়াতের খরচ ও আবাসন সুবিধাসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। আবেদন করতেও লাগবে না কোনো ফি।

শিক্ষার্থীদের ইসলামিক স্টাডিজ, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, পাবলিক পলিসি, হেলথ এন্ড লাইফ সায়েন্স এবং এক্সিকিউটিভ এডুকেশনভুক্ত যে কোনো বিষয়ে পড়ার সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা:

* স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রতি মাসে ৫ হাজার কাতারি রিয়াল দেয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ১৬ হাজার টাকা।

* পিএইচডি শিক্ষার্থীদের প্রতিমাসে ৭ হাজার ৫০০ কাতারি রিয়াল দেয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা।

* বিবাহিতদের জন্য পারিবারিক আবাসনের ব্যাবস্থা।

* বিমানে যাতায়াতের খরচ।

* টিউশন ফি মওকুফ।

* কোনো আবেদন ফি নেই।

* আইইএলটিএস বা টোয়েফল লাগবে না।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

* স্নাতকোত্তরের জন্য ভাল ফল সহ স্নাতকের সনদ থাকতে হবে।

* পিএইচডির জন্য অবশ্যই ভাল একাডেমিক স্কোর সহ স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।

* এছাড়া বিভাগভেদে যোগ্যতার ভিন্নতা রয়েছে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 


সর্বশেষ সংবাদ