বেলজিয়ামে কমিউনিকেশন ও মিডিয়া বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ

২৩ অক্টোবর ২০২১, ০৯:২৭ AM
ইরেসমাস স্টুডেন্ট নেটওয়ার্ক

ইরেসমাস স্টুডেন্ট নেটওয়ার্ক © সংগৃহীত

কমিউনিকেশন ও মিডিয়া বিষয়ে ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে ইরেসমাস স্টুডেন্ট নেটওয়ার্ক (ইএসএন)। বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত সংগঠনটির হেড কোয়ার্টারে ৬ মাসের এ ইন্টারশিপটি করা যাবে। বিশ্বের যে কোনো প্রান্তের সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের সুযোগ নিতে পারেন। আবেদন করতে হবে ১৪ নভেম্বরের মধ্যে।

আগামী বছরের জানুয়ারিতে ইন্টার্নশিপটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে করোনাকালীন নিষেধাজ্ঞা না কাটলে অনলাইনেও করতে হতে পারে এই ইন্টার্নশিপ। আর পরিস্থিতি অনুকুলে থাকলে তো বেলজিয়াম ঘুরে আসার সুযোগ মিলবে। 

ইউরোপের বৃহত্তম ছাত্র নেটওয়ার্কগুলির মধ্যে একটি ইএসএন। প্রায় ৪২টি দেশে সংগঠনটির কার্যক্রম রয়েছে। ১৯৮৯ সাল থেকে সংগঠনটি শিক্ষার্থীদের আন্তসম্পর্ক ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

দায়িত্ব: 

যোগাযোগ-সংক্রান্ত সকল কাজে সহায়তা করা। যেমন-

* সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন) যোগাযোগ ও কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন।

* কপিরাইটিং

* নিউজলেটার ডিজাইন করা

* ইএসএন এর ওয়েবসাইটের জন্য সংবাদ নিবন্ধ তৈরি করা।

* ফটোগ্রাফি এবং গ্রাফিক ডিজাইনের কাজ করা।

* অভ্যন্তরীণ ইএসএন প্রকাশনায় (যেমন- বার্ষিক প্রতিবেদন) অবদান রাখা। 

সুবিধাসমহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

* ব্রাসেলসে ইএসএন কোয়ার্টারে থাকার ব্যবস্থা করা হবে।

* দেওয়া হবে পরিবহন খরচসহ অন্যান্য ফি।

যোগ্যতা: 

* ইংরেজি ভাষায় বলার এবং লেখার দক্ষতা থাকতে হবে।

* যোগাযোগ, মিডিয়া ও গ্রাফিক ডিজাইনের বেসিক জ্ঞান থাকতে হবে।

* সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মার্কেটিং এর ধারণা থাকতে হবে। 

* অ্যাডোবি সফটওয়্যার (ফটোশপ ও ইলাস্ট্রেটর সহ) সম্পর্কে জ্ঞান।

* গুগল ওয়ার্কস্পেস এর দক্ষ ব্যবহারকারী।

* দলবদ্ধ কাজ করার দক্ষতা।

আবেদন প্রক্রিয়া:

ইন্টার্নশিপটির জন্য আবেদন করতে হলে প্রথমে erasmusintern.org ওয়েবসাইটে গিয়ে নিজের একটি পোর্টফলিও তৈরি করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে একটি মটিভেশনাল লেটার, পূর্বের যোগাযোগ সম্পর্কিত কাজের উদাহরণ এবং সিভি পাঠাতে হবে applications@esn.org এই ঠিকানায়। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।  

ফুটবল-ক্রিকেট বিশ্বকাপসহ ২০২৬ সালে যত খেলা
  • ০১ জানুয়ারি ২০২৬
রাজশাহীতে প্রাথমিকের শিক্ষার্থীরা সব বই পেলেও পায়নি ৭ম-৮ম শ…
  • ০১ জানুয়ারি ২০২৬
টাকা তুলতে পারছেন ৫ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব…
  • ০১ জানুয়ারি ২০২৬
এনইআইআর চালু আজ, আপনার মোবাইল কি বৈধ? জানবেন যেভাবে
  • ০১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন অধ্যাপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!