স্নাতকে স্কলারশিপের জন্য পছন্দের তালিকায় যখন সিডনি বিশ্ববিদ্যালয়

২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯ AM
সিডনি বিশ্ববিদ্যালয়

সিডনি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

স্নাতকের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ বৃত্তির আওতায় ৬ হাজার ডলার প্রদান করা হবে। গত ৪ এপ্রিল থেকে এ বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে।

সিডনি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৮৫০ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়।

সুবিধাসমূহ:

* যেকোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

* মোট ৬ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৫ লক্ষ ১১ হাজার টাকা।

যোগ্যতা:

* উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলধারী হতে হবে।

* অস্ট্রোলয়ান টেরিটরি র‌্যাংক (এটিএআর) স্কোর ৯৫ থেকে ৯৯.৮৫ হতে হবে।

* সিডনি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রির জন্য আবেদন করতে হবে।

* ইংরেজী ভাষার দক্ষতা সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে

গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভর্তি কার্যক্রম শুরুর তারিখ জানাল রুয়েট
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ‘তারুণ্যের ভাবনায় নির্বাচনী ইশতেহার’ শীর্ষক ডায়ালগ অ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
  • ২৫ জানুয়ারি ২০২৬