স্কলারশিপ নিয়ে হংকংয়ের ৮ বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫ AM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫ AM
হংকংয়ের ৮টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকংয়ের রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি)। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেয়া হয়। আবেদন করা যাবে আগামী ১ ডিসেম্বরের মধ্যে।
২০০৯ সালে প্রতিষ্ঠিত হংকংয়ের রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি) প্রদত্ত এ স্কলারশিপের আওতায় প্রতিবছর প্রায় ৩৭ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। সুযোগ থাকবে হংকংয়ের ৮টি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের।
বিশ্ববিদ্যালয়গুলো হলো- হংকং সিটি ইউনিভার্সিটি, হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি, লিঙ্গনান ইউনিভার্সিটি, চাইনিজ ইউনিভার্সিটি, এডুকেশন ইউনিভার্সিটি, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব হংকং।
এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার উপর পড়াশোনা করতে পারবেন।
সুবিধাসমূহ:
৩ লাখ ২২ হাজার হংকং ডলারের একটি বার্ষিক উপবৃত্তি। বাংলাদেশী টাকায় যার পরিমাণ ৩৫ লক্ষ ৩৩ হাজার টাকা।
সম্মেলন এবং গবেষণা-সম্পর্কিত ভ্রমণ ভাতা বাবদ ১৩ হাজার ৫০০ হংকং ডলার। বাংলাদেশী টাকায় যার পরিমাণ দেড় লক্ষ টাকা।
তিন বছর পর্যন্ত এ বৃত্তি দেয়া হবে।
২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট ৩০০টি স্কলারশিপ দেয়া হবে।
যোগ্যতা:
* প্রাতিষ্ঠানিক অসাধারণতা।
* গবেষণার ক্ষমতা এবং সম্ভাবনা।
* যোগাযোগ দক্ষতা।
* নেতৃত্বের ক্ষমতা।
আবেদন প্রক্রিয়া:
নিরধারিত ৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পছন্দের যে কোন একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে। বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে।