কমনওয়েলথ স্কলারশিপের জন্য আবেদন নিচ্ছে ইউজিসি

২০২২ সালের কমনওয়েলথ বৃত্তি পেতে আবেদন করতে বলেছে ইউজিসি
২০২২ সালের কমনওয়েলথ বৃত্তি পেতে আবেদন করতে বলেছে ইউজিসি  © সংগৃহীত

২০২২ সালের জন্য কমনওয়েলথ বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তি নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পড়তে পারবেন। আগামী ১৪ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সেক্রেটারি বরাবর করতে হবে আবেদন।

কমনওয়েলথ বৃত্তির বিষয়টি সমন্বয় করার জন্য প্রতিটি দেশে আলাদা মনোনীত প্রতিষ্ঠান আছে। বাংলাদেশে এই সমন্বয়ের কাজটি করে থাকে ইউজিসি।

এই স্কলারশিপের অধীনে করা স্নাতকোত্তরের সময়সীমা ১ বছর এবং পিএইচডির সময়সীমা ৩ বছর পর্যন্ত হয়ে থাকে।

মোট ৬ টি বিষয়ের উপর এ স্কলারশিপ দেয়া হয়। এগুলো হলো- সায়েন্স এন্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট; স্ট্রেনথেনিং হেলথ সিস্টেম এন্ড ক্যাপাসিটি; প্রমোটিং গ্লোবাল প্রোসপারিটি; স্ট্রেনথেনিং গ্লোবাল পিস, সিকিউরিটি এন্ড গভরন্যান্স; স্ট্রেনথেনিং রিজেলিয়েন্স এন্ড রেসপন্স টু ক্রাইসিস; এবং একসেস, ইনক্লুশন এন্ড অপরচুনিটি।

১৯৫৯ সালে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) যাত্রা শুরু করে। কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্য থেকে বছরে ৮০০টি বৃত্তি দেয়া হয়। যুক্তরাজ্য সরকারের ‘আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ বা ডিএফআইডি’লন্ডনের কমনওয়েলথ কমিশন সচিবালয়ের মাধ্যমে এ স্কলারশিপের আর্থিক অনুদান দেয়।

কমনওয়েলথ বৃত্তির সুবিধা:

* স্নাতকোত্তর বা পিএইচডির সম্পূর্ণ টিউশন ফি বহন করবে কমনওয়েলথ কমিশন।
* যুক্তরাজ্যে যাওয়া–আসার বিমানের টিকিট।
* লন্ডনের বাইরে থাকলে মাসিক ভাতা হিসেবে দেওয়া হয় ১ হাজার ৮৬ পাউন্ড। লন্ডনের ভেতরে থাকলে ভাতার পরিমাণ ১ হাজার ৩৩০ পাউন্ড।
* মাসিক ভাতার বাইরেও এককালীন ৪২১ পাউন্ড পাওয়া যাবে।
* ‘স্টাডি ট্রাভেল গ্র্যান্ট’ হিসেবে ২০০ পাউন্ড বা প্রায় ২২ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।
* ‘থিসিস গ্র্যান্ট হিসেবে দেওয়া হয় ২২৫ পাউন্ড।
* এ ছাড়া কমনওয়েলথ কমিশন কর্তৃক আয়োজিত যেকোনো প্রশিক্ষণ, স্বল্পমেয়াদি কোর্স, ওয়েলকাম ইভেন্ট ও আঞ্চলিক সম্মেলনে যোগদানের জন্য ট্রেনের টিকিট, থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা হয়।

যোগ্যতা:

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ২য় শ্রেণী ও তার উপরে থাকতে হবে।
* পিএইচডির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ২য় শ্রেণী ও তার উপরে থাকতে হবে।
* শিক্ষার্থীকে ইংরেজী ভাষা দক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে।

আবেদনকারীদের করণীয়:

* শিক্ষার্থীকে অবশ্যই আবেদনপত্রে স্পেসিফিকভাবে সিজিপিএ উল্লেখ করতে হবে।
* মেডিসিন ও ডেন্টাল বিষয়ের জন্য আবেদনকারীরা অবশ্যই এমবিবিএস বা বিডিএস এর প্রাপ্ত নম্বর উল্লেখ করবেন।
* হাতে লেখা আবেদন গ্রহণযোগ্য নয়।
* যথাযোগ্য মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

ইউজিসির সেক্রেটারি বরাবর আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে


সর্বশেষ সংবাদ