ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতার বিশ্ববিদ্যালয়ে

স্নাতকোত্তর ও পিএইচডি শ্রেণিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়
স্নাতকোত্তর ও পিএইচডি শ্রেণিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

স্নাতকোত্তর ও পিএইচডি করতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহসহ যে কোন আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কাতারের দোহায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টিতে আবেদনের শেষ সময় আগামী ২১ অক্টোবর পর্যন্ত।

কাতার সরকারের অর্থায়নে দেয়া সম্মানজনক এই বৃত্তিটির আওতায় সকল টিউশন ফি, আবাসন, উপবৃত্তি এবং বই সংক্রান্ত খরচ বহন করা হবে।

যেসব বিষয় নিয়ে পড়া যাবে:

ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, আইন, মেডিসিন, ফার্মেসি, স্বাস্থ্য বিজ্ঞান, শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ

আবেদনের যোগ্যতাসমূহ:

পিএইচডির ক্ষেত্রে স্নাতকোত্তরে কমপক্ষে সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

স্নাতকোত্তরের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে কমপক্ষে ২.৮০ থাকতে হবে।

ইংরেজী ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।

                                আরও পড়ুন: এডিবি বৃত্তি নিয়ে স্নাতকোত্তর করুন সূর্যোদয়ের দেশে

                                আরও পড়ুন: যুক্তরাজ্যে পড়ুন শেভেনিং বৃত্তি নিয়ে

সুবিধাসমূহ:

   * কোর্স টিউশন ফি।

   * আবাসন ব্যবস্থা।

   * পাঠ্যপুস্তক ফি।

   * বার্ষিক রাউন্ড ট্রিপ বিমান টিকেট।

যেভাবে আবেদন করতে হবে:

আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে


সর্বশেষ সংবাদ