স্নাতক-স্নাতকোত্তর স্কলারশিপ: সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়কে কেন পছন্দে রাখবেন?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১২ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১২ PM
কানাডার গবেষণাভিত্তিক শীর্ষ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। প্রতি বছর এ প্রতিষ্ঠানটি ৩ হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে বৃত্তির সুবিধা প্রদান করে থাকে। শিক্ষার্থীরা পড়তে পারেন প্রায় সবগুলো কোর্সে।
এবছরও স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্কলারশিপ দিচ্ছে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
একাডেমিক কৃতিত্বের ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে। স্নাতকের জন্য সময়কাল ৪ বছর এবং স্নাতকোত্তর প্রোগ্রামের সময়কাল ২ বছর।
কানাডার গবেষণাভিত্তিক শীর্ষ এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় সবগুলো কোর্সে পড়ার সুযোগ দেয়া হয়। প্রতি বছর এ প্রতিষ্ঠানটি ৩ হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে বৃত্তির সুবিধা প্রদান করে থাকে।
সুযোগ-সুবিধা:
আবেদনকারী শিক্ষার্থী ভর্তির সাথে সাথেই এই স্কলারশিপের জন্য বিবেচিত হবেন। এর আওতায় ৩ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা) পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।
এছাড়া যোগ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে আরও কিছু বৃত্তি পাবেন শিক্ষার্থীরা। যেমন-
* জর্জ এবং মার্শা আইভানি রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড: প্রতি বছর ১০ হাজার ডলার করে।
* চ্যান্সেলর বৃত্তি: প্রতি বছর ৭ হাজার ৫০০ ডলার করে।
* এস এন্ট্রান্স বৃত্তি: প্রতি বছর ৬ হাজার ডলার।
* এডওয়ার্ডস আন্ডারগ্রাজুয়েট বৃত্তি: মোট ২৪ হাজার ডলার।
* কলেজ অফ এগ্রিকেশন বৃত্তি: ৪ বছরের জন্য, প্রতি বছর ৩ হাজার ডলার।
আবেদনের যোগ্যতা:
*আবেদনকারীকে অবশ্যই কানাডার বাইরে বসবাসকারী একটি দেশের আন্তর্জাতিক ছাত্র হতে হবে।
* আবেদনকারীকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে এবং একটি ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর (আইইএলটিএস, টোফেল বা ডিউলিংগো) জমা দিতে হবে।
* স্নাতক প্রোগ্রামের জন্য আবেদনকারীকে অবশ্যই একটি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে।
* স্নাতকোত্তরের জন্য আবেদনকারীকে অবশ্যই যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি সমাপ্ত করতে হবে।
* পিএইচডির জন্য আবেদনকারী অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সমাপ্ত হতে হবে।
যেভাবে আবেদন করবেন:
বিস্তারিত জানতে ও আবেদন করতে ক্লিক করুন এই লিংকে।