কুইন এলিজাবেথ স্কলারশিপে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, আবেদন শেষ ১৪ জানুয়ারি

০১ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ PM
যুক্তরাজ্যে কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

যুক্তরাজ্যে কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিস। ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের  শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং নির্ধারিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৪ জানুয়ারি ২০২৬। 

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিস বিশ্বের প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি নেটওয়ার্ক। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি কমনওয়েলথজুড়ে উচ্চ শিক্ষার প্রতিনিধিত্বকারী একমাত্র অনুমোদিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। 

কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ কমনওয়েলথের যে কোনো জায়গা থেকে মেধাবী শিক্ষার্থীদের নতুন দক্ষতা বিকাশ, অন্য দেশে জীবন অভিজ্ঞতা অর্জন এবং তাদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয়।

সুযোগ-সুবিধা 

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;

*প্রোগ্রাম চলাকালীন মাসিক ভাতা প্রদান করা হবে;

*গবেষণা সহায়তা প্রদান;

*বিমান খরচ প্রদান করা হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়ে

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীদের অবশ্যই একটি কমনওয়েলথ দেশের নাগরিক হতে হবে;

*শিক্ষার্থীরা নিজ দেশে আবেদন করতে পারবে না;

*নির্দিষ্ট বয়সসীমা নেই;

*আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং কোর্সের মানদণ্ডও পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র 

*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;

*অ্যাকাডেমিক পেপারস;

*রেফারেন্স লেটার দুইটি;

*স্টেটমেন্ট অব পারপাস;

*ইংরেজি ভাষা দক্ষতার সনদ (আইইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ);

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনা করুন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জানুয়ারি ২০২৬।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬