পরিবারের স্বপ্ন ও নিজের চেষ্টায় ইরাকে উচ্চশিক্ষার সিঁড়িতে পা রাখলেন আহসান উল্লাহ

২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ PM
আহসান উল্লাহ

আহসান উল্লাহ © টিডিসি সম্পাদিত

ছাত্রজীবন মানেই সংগ্রাম, সাধনা আর স্বপ্নপূরণের নিরন্তর চেষ্টা। এমনই একজন মেধাবী ও মননশীল শিক্ষার্থী আহসান উল্লাহ। যিনি নরসিংদী জেলা থেকে উঠে এসে কেবল আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেই থেমে থাকেননি।

সংগ্রামী এ তরুণ এবার জায়গা করে নিয়েছেন ইরাকের স্বনামধন্য আনবার বিশ্ববিদ্যালয়ে, উচ্চশিক্ষার নতুন দিগন্তে যাত্রা শুরু করেছেন। তিনি বর্তমানে নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষে অধ্যয়নরত। এর আগে ২০২৪ সালে একই প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হন।

একটি সাধারণ পরিবারের অসাধারণ স্বপ্ন ছিল তার চোখে। আর সেই স্বপ্ন পূরণের পথ এতটা সহজ ছিল না। বহু সীমাবদ্ধতা, বাধার মাঝেও থেমে যাননি আহসান। পেছনে ছিল মায়ের দোয়া, শিক্ষকদের উৎসাহ আর নিজের অদম্য ইচ্ছাশক্তি।

ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক আরবি ভাষা শিক্ষায় নিজেকে দক্ষ করতে তিনি অংশ নেন মিশরের কায়রো থেকে পরিচালিত আন্তর্জাতিক মানের একটি অনলাইন কোর্সে, যার আয়োজক প্রতিষ্ঠান মারকায সওতুল ইসলাম।
এই প্রতিষ্ঠানের পরিচালক, ড. শিহাব উদ্দিন আল-আজহারীর সরাসরি দিকনির্দেশনায় আহসান উল্লাহ বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করেন।
এ আত্মনিবেদিত শিক্ষকের সহযোগিতায় আহসান উল্লাহর স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়।

আহসান উল্লাহ বলেন, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একজন দক্ষ ইঞ্জিনিয়ার হওয়া। প্রযুক্তি, উদ্ভাবন আর আধুনিক জ্ঞানের জগৎ সবসময় আমাকে আকর্ষণ করেছে। আমি বিশ্বাস করি, ইসলামি মূল্যবোধ ও আধুনিক বিজ্ঞান মিলিয়েই একটি উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। আর আনবার বিশ্ববিদ্যালয়ে এ সুযোগ আমার স্বপ্নপূরণের প্রথম ধাপ।

তিনি আরও বলেন, যে দিন আমি স্কলারশিপের নিশ্চিত খবর পেলাম ভাবছিলাম এতদূর কি আসলেই আমি এসে গেছি? পরিবারের কষ্ট, শিক্ষকদের উৎসাহ আর আল্লাহর দয়ার কথা মনে হচ্ছিল বারবার।

এ সফলতার পেছনে যারা ছিলেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আহসান উল্লাহ। তিনি বলেন, পরিবারের ভালোবাসা, শিক্ষকদের দোয়া, আর আল্লাহর অশেষ রহমত না থাকলে, আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না।

ভবিষ্যতে তিনি চান দ্বীন ও দুনিয়ার জ্ঞানকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে, যেন তার মতো আরও অনেক শিক্ষার্থী সাহস পায়, এগিয়ে আসে, স্বপ্ন দেখে, এবং সেগুলো বাস্তবেও ছুঁতে পারে।

গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ
  • ১৮ জানুয়ারি ২০২৬
আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নেবে আখতার গ্রুপ, নিয়োগ ঢাকাসহ ৪ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসুর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে ইসি ভবন ঘেরাও ছাত্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ
  • ১৮ জানুয়ারি ২০২৬
পরাজয় সহ্য করতে না পেরে ছাত্র সংসদ নির্বাচন পেছাতে ইসি ঘেরা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9