ঢাকা আলিয়া থেকে সৌদির বিশ্ববিদ্যালয়ে সাইফুলের স্বপ্নপূরণ
- ঢাকা আলিয়া প্রতিনিধি
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ PM
অদম্য পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন চাঁদপুরের শিক্ষার্থী সাইফুল ইসলাম। মাদ্রাসা শিক্ষার দীর্ঘ পথ পেরিয়ে তিনি এবার উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাতে যাচ্ছেন সৌদি আরবের প্রখ্যাত কিং খালেদ ইউনিভার্সিটিতে।
চাঁদপুর জেলার সন্তান সাইফুলের শুরুটা ছিল একেবারেই সাধারণ। কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকার মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়্যাহ থেকে ২০২২ সালে সানাভিয়া (আলিম সমমান) পাস করেন তিনি। এরপর ২০২৩ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়ে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন। ২০২৪ সালে একই মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সম্পন্ন করেন, যা বাংলাদেশের ইসলামিক শিক্ষাব্যবস্থায় সর্বোচ্চ স্তর হিসেবে বিবেচিত।
বর্তমানে তিনি রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। ইসলামী জ্ঞান অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নিজেকে গড়ে তোলার লক্ষ্যেই তিনি ২০২৫ সালের মে মাসে আবেদন করেন সৌদি আরবের আবহা শহরে অবস্থিত কিং খালেদ ইউনিভার্সিটিতে। জুলাই মাসে তার হাতে এসে পৌঁছায় অফার লেটার।
সাইফুল ইসলাম বলেন, ‘আমি সবসময় চাইতাম এমন একটি জায়গায় পড়তে, যেখানে ইলম ও আমল একসাথে অর্জন করা যায়। কিং খালেদ ইউনিভার্সিটি সেই স্বপ্নের জায়গা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন।’
বর্তমানে তার ভিসার কাজ প্রায় সম্পন্ন পর্যায়ে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের ডিসেম্বর অথবা জানুয়ারির সেমিস্টারে তিনি বিশ্ববিদ্যালয়টিতে যোগ দেবেন।