বাংলাদেশি শিক্ষার্থীদের পিএইচডিতে ফেলোশিপ দিচ্ছে ম্যাকগিল ইউনিভার্সিটি, আর্থিক সুবিধা দেবে চার বছর

ইউজিসি-ম্যাকগিল পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে পিএইচডি করতে চাইলে আবেদন করুন এখনই
ইউজিসি-ম্যাকগিল পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে পিএইচডি করতে চাইলে আবেদন করুন এখনই   © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি যৌথভাবে ইউজিসি–ম্যাকগিল পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিগুলোর আগ্রহী শিক্ষার্থীদের কাছে থেকে পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। পিএইচডি শিক্ষার্থীদের চার বছর পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হবে এ প্রোগ্রামের জন্য। 

আবেদনকারীকে অবশ্যই ১১ জুন ২০২৫ (কানাডার স্ট্যান্ডার্ড সময় ও তারিখ অনুযায়ী) তারিখের মধ্যে আবেদনপ্রক্রিয়া শেষ করতে হবে।

সুযোগ-সুবিধা—

*জীবনযাত্রার ব্যয় মেটাতে বার্ষিক ১৫,০০০ কানাডিয়ান ডলার দেবে;

*স্বাস্থ্য ও লিডিং ইনস্যুরেন্স হিসেবে ১১০০ কানাডিয়ান ডলার দেবে;

*বার্ষিক গ্যালারি সাপোর্ট হিসেবে ৯৮০০ কানাডিয়ান ডলার প্রদান করবে;

*প্রত্যাবর্তন বিমানভাড়া প্রায় ৩,০০০ কানাডিয়ান ডলার;

*ম্যাকগিল প্রতিবছর কুইবেক উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত শিক্ষার পুরো খরচ (বার্ষিক ২০ হাজার ২১৪ কানাডিয়ান ডলার) বহন করবে, স্বাস্থ্যবিমা ব্যতীত;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে সৌদি সরকার, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া—

প্রার্থীরা ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি তাদের পছন্দের ম্যাকগিল ডক্টরাল প্রোগ্রামে আবেদন করতে পারবেন। প্রার্থীদের জানুয়ারি সেশনের জন্য ১ আগস্টের আগে এবং সেপ্টেম্বর সেশনের জন্য ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা যে ইউজিসি-ম্যাকগিল ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে আবেদন করছেন তা আবেদনপত্রে উল্লেখ করতে পারবেন।

ফেলোশিপবিষয়ক বিস্তারিত তথ্য ইউজিসির ওয়েবসাইটে (নোটিশ বোর্ড অথবা স্কলারশিপ/ফেলোশিপ বক্স) পাওয়া যাবে, যা প্রার্থীদের নিজ দায়িত্বে সংগ্রহ করে নিতে হবে। 

আবেদন সম্পন্ন করতে এখানে ক্লিক করুন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জুন ২০২৫।


সর্বশেষ সংবাদ