শিক্ষাবৃত্তি দিচ্ছে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন অনলাইনে

২০২৩-২৪ সেশনে স্নাতকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আবেদন করুন ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তির জন্য
২০২৩-২৪ সেশনে স্নাতকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আবেদন করুন ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তির জন্য   © সংগৃহীত

ইবনে সিনা ট্রাস্ট মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আবেদনপত্র আহ্বান করেছে। গত ২০২৩-২৪ সেশনে স্নাতকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদনের পর দরকারি কাগজপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মে বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করে ২০ জুনের মধ্যে দরকারি কাগজপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে ২০২৩-২৪ সেশনে স্নাতক/ফাজিল প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থী ও পারিবারিকভাবে অসচ্ছল হতে হবে;
 
*অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যালয়/সরকারি মেডিকেল কলেজ/সরকারি মেডিকেল টেকনোলজি কোর্সের/যে কোনো অনুমোদিত মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে;

*এসএসসি/দাখিল অথবা এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় ন্যূনতম একটিতে জিপিএ ৫ পেতে হবে; 

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে সৌদি সরকার, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

দরকারি কাগজপত্র—

*এসএসসি/দাখিল, এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষার ট্রান্সক্রিপ্টের কপি;
 
*বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠানের মূল প্যাডে ১ মার্চ ২০২৫ তারিখের পরে ইস্যু করা);
 
*বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি; 

*পিতা বা অভিভাবকের আয়ের বিবরণ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র; 

*স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র। আবেদনকারী এতিম হলে চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র;

*আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তরের প্রত্যয়নপত্র ও পরিচয়পত্রের কপি;

*আবেদনকারীকে খামের ওপর ‘ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি’ লিখতে হবে; 

*শিক্ষাবৃত্তি কেন প্রয়োজন, তার বর্ণনা দিয়ে সাদা কাগজে অনুর্ধ্ব ১৫০ শব্দের লেখা দরকারি কাগজপত্রের সঙ্গে পাঠাতে হবে;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

ওয়েলফেয়ার বিভাগ, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ি# ৪৮, রোড# ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানায় আবেদনপত্র ডাক/কুরিয়ারযোগে পাঠাতে হবে;  

অনলাইনে আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মে ২০২৫, বিকেল ৫টা;
  
ডাক/কুরিয়ারযোগে ডকুমেন্ট পাঠানোর শেষ তারিখ: আগামী ২০ জুন ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ৪৮১১৫২৭০-২, ৯১০১৯৫০-২ অথবা, ০১৮০৬৫৬৩৪২৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।


সর্বশেষ সংবাদ