৬৪ জেলায় ৬৪ শিক্ষার্থীকে ‘ফুল ফ্রি স্কলারশিপ’ দেবে আইইউবিএটি

৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
আইইউবিএটি

আইইউবিএটি © ফাইল ফটো

দেশের প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন শিক্ষার্থীকে ‘ফুল ফ্রি স্কলারশিপ’ দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। এই স্কলারশিপ আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের নামে প্রতিষ্ঠিত ‘ফাউন্ডার মিয়ান’ স্কলারশিপের আওতায় স্প্রিং ২০২৫ সেমিস্টারে দেওয়া হবে।

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বিনা খরচে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ পাবেন। ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।

২০২৫ সালের ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় যোগ্যতা অর্জনের মাধ্যমে প্রতিটি জেলা থেকে একজন করে শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৮ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে আইইউবিএটির ওয়েবসাইট www.iubat.edu/admission থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে ১০ জানুয়ারির পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করে এই স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য উত্তরা মডেল টাউনের ১০ নম্বর সেক্টরের আইইউবিএটি ক্যাম্পাসে সরাসরি যোগাযোগ করা যেতে পারে বা ০১৮১০০৩০০৪১-৯ এই নাম্বারে কল করেও বিস্তারিত জানা যাবে।

আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, এগ্রিকালচার, ইংলিশ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নার্সিং বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ এবং এমপিএইচসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ১৯৯১ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরে সবুজ ও স্থায়ী ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা উচ্চশিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9