স্কলারশিপ নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করুন সুইডেনে

অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে
অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে  © প্রতীকী ছবি

ইউরোপের অন্যতম দেশ সুইডেন বছরের পর বছর ধরে নাগরিকদের কাঙ্ক্ষিত আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করে আসছে। সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম শেনজেনভুক্ত দেশ ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) সারা বিশ্বে স্বীকৃত। তাই বর্তমানে পড়াশোনাসহ নিত্য জীবনযাত্রা ও চাকরিক্ষেত্রে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের পছন্দের অন্যতম গন্তব্য সুইডেন।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে দুইবছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি। ‘অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপ’-এর আওতায়  নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের ১৪৩টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য। আবেদনের শেষ সময় আগামী ১৭ জানুয়ারি ২০২৫।

চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি সুইডেনের গোথেনবার্গে অবস্থিত একটি গবেষণা বিশ্ববিদ্যারয়। এ বিশ্ববিদ্যালয় প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য, গণিত, সামুদ্রিক ও অন্যান্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণা এবং শিক্ষার ওপর জোর দিয়ে থাকে। ১৮২৯ সালে সুইডিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির একজন পরিচালক উইলিয়াম চালমারের অনুদানে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। সুইডেনে মোট ৩টি বিশ্ববিদ্যালয় ব্যক্তির নামে নামকরণ হয়েছে। চালমার্স ছাড়াও অন্য দুটি হল ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ও লিনিয়াস ইউনিভার্সিটি।

সুযোগ-সুবিধা—

*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে;

*বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয়ে স্নাতকোত্তর করা যাবে;

*দুই বছরে মোট ৪ সেমিস্টারে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারবেন;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*একাডেমিক ভালো ফলাফল থাকতে হবে;

*নির্ধারিত ১৪৩টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

দরকারি কাগজপত্র—

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি; 

*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত;

*ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ;

*মোটিভেশন লেটার;

*রিকমেন্ডেশন লেটার;

*প্রকল্পের পোর্টফোলিও;

*প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা (যদি থাকে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ জানুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence