স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্স, বছরে থাকছে ১৭ লাখ টাকা

০৫ অক্টোবর ২০২৪, ০২:০৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্স

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্স © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে  স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি। এমিলি বাউটমি স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ নন-ইউরোপীয়ান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৪ । 

প্যারিস ইনস্টিটিউট অব পলিটিকাল স্টাডিজকেই সবাই চেনে সায়েন্সেস পো ইউনিভার্সিটি নামে। এখানে মোট ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যার প্রায় অর্ধেকই আন্তর্জাতিক শিক্ষার্থী। ফ্রান্সের রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী এমিলি বাউটমির নামে এ স্কলারশিপের নামকরণ করা হয়। প্যারিসের অধিবাসী এমিলি বাউটমি আইন নিয়ে পড়াশোনা করেন।

সুবিধাসমূহ
* স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের  টিউশন ফি বাবদ বছরে ১৩ হাজার ১০০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় ১৭লক্ষ ১৫ হাজার ৫১৯ টাকা) প্রদান করবে। 
* আবাসনব্যবস্থা  ও খেলাধুলার সুযোগ পাবেন। 
* স্বাস্থ্যবীমা প্রদান করবে। 
* সায়েন্স ফো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ফরাসি ভাষা শেখার প্রয়োজনীয়তা নেই।

আবেদনের যোগ্যতা
* নন-ইরোপীয়ান নাগরিক হতে হবে।
* ইউরোপীয়ান নাগরিকত্বসহ দ্বৈত নাগরিকত্ব থাকলেও আবেদন করা যাবে না।
* শিক্ষার্থীদের অবশ্যই প্রথমবার আবেদনকারী হতে হবে।
* স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* সুইজারল্যান্ড ও নরওয়েজিয়ার নাগরিকের আবেদনের প্রয়োজন নেই।

আরও পড়ুন: বিনামূল্যে স্নাতকোত্তর করুন সুইজারল্যান্ডে, থাকছে ১৬ লাখ টাকা

প্রয়োজনীয় নথি
* জীবনবৃত্তান্ত।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র।
* পাসপোর্টের কপি। 
* একাডেমিক রেফারেন্স (১টি)। 
* আয়ের প্রমাণপত্র। (যা পরিবারিক অবস্থান ব্যাখ্যা করবে)। 

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন 

ভারতে বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৮ জানুয়ারি ২০২৬
নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাবি ‘বি’ ইউনিটে সেরা এমএম কলেজের ঐশী, অ-বাণিজ্যে প্রথম শুক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage