সৌদিতে মাস্টার্স-পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ, সঙ্গে বছরে ৩৬ লাখ টাকা

১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাউস্ট) ক্যাম্পাস

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাউস্ট) ক্যাম্পাস © সংগৃহীত

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাউস্ট) সৌদি আরবের বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ২০২৫ সেশনে ১৭টি বিষয়ের ওপর মাস্টার্স ও পিএইচডি ফেলোশিপের সুযোগ উন্মুক্ত হয়েছে। সারা বিশ্বের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই ফেলোশিপের জন্য। বছরে জানুয়ারি ও জুলাইয়ের জন্য ফেলোশিপের আবেদন করার সুযোগ দেওয়া হয়। আগামী ২০২৫ সালের জানুয়ারিতে ভর্তির জন্য এখন আবেদন করতে পারবেন। এই ফেলোশিপের থিসিসসহ মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ দুই বছর এবং পিএইচডির মেয়াদ ৪ বছর। 

কাউস্ট ফেলোশিপে চার ধাপে ফেলো নির্বাচন করা হয়। প্রথম দুই ধাপে নির্বাচিত প্রার্থীর সঙ্গে তৃতীয় ধাপে ইন্টারভিউ করা হয় ও চূড়ান্তভাবে নির্বাচিত হলে চতুর্থ ধাপে ইন্টারভিউয়ের তিন সপ্তাহের মধ্যে প্রার্থীকে ই-মেইলের মাধ্যমে ফলাফল জানানো হয়।

ভর্তিকৃত প্রত্যেক শিক্ষার্থীকে কাউস্ট ফেলোশিপ দেওয়া হয়। কোনো আবেদন ফি নেই ফেলোশিপে। তবে সব আবেদনকারীকে অবশ্যই আইইএলটিএস বা টোফেলের প্রমাণ প্রদান করতে হবে।

ফেলোশিপে ভর্তিতে জিআরই বাধ্যতামূলক নয়। তবে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হলে স্নাতক সম্পন্ন করতে হবে, এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হলে স্নাতক ও মাস্টার্স উভয় ডিগ্রি সম্পন্ন করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১ অক্টোবর পর্যন্ত স্প্রিং সেশন ২০২৫ রাউন্ড-১-এর জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: স্নাতকোত্তর ও পিএইচডিতে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ

ফেলোশিপের সুবিধাসমূহ—

*ভর্তিকৃত প্রত্যেক শিক্ষার্থী কাউস্ট ফেলোশিপ পাবে;

*সম্পূর্ণ বিনামূল্যে টিউশন সহায়তা (বছরে ৩৫ হাজার ডলার যোগ্যতা অনুযায়ী);

*মাসিক ভাতা দেওয়া হয় (বছরে ২০ হাজার থেকে ৩০ হাজার ডলার);

*অন-ক্যাম্পাসে থাকার সুবিধা;

*চিকিৎসা ভাতা দেবে;

*ভিসা সহায়তা দেবে;

*যাতায়াত ও ভ্রমণ সুবিধা আছে (বিমান টিকিট);

আবেদনের যোগ্যতা— 

*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*দরকারি সব নথি আপলোড করতে হবে;

*আইইএলটিএস-এ ন্যূনতম স্কোর ৬.৫ থাকতে হবে;

*টোফেল-এ ন্যূনতম ৭৯ স্কোর পেতে হবে;

দরকারি কাগজপত্র— 

*সাম্প্রতিক তৈরিকৃত সিভি (সর্বোচ্চ ৪ পৃষ্ঠার);

*দুটি পাবলিকেশন (একটি পিডিএফ ডকুমেন্ট আকারে);

*রিসার্স প্রপোজাল (সরবরাহকৃত টেমপ্লেটে);

*কাউস্ট হোস্টের পিআই লেটার (সরবরাহকৃত টেমপ্লেটে); 

*দুটি রেফারেন্স লেটার;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া

যেসব বিষয়ে ফেলোশিপ দেওয়া হবে— 

*বায়োসায়েন্স;

*বায়োইঞ্জিনিয়ারিং;

*এনভায়ণেমেন্টাল সায়েন্স;

*মেরিন সায়েন্স; 

*উদ্ভিদ বিজ্ঞান;

*অ্যাপ্লায়েড ম্যাথ ও কম্পিউটেশনাল সায়েন্স;

*কম্পিউটার সায়েন্স;

*ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং;

*পরিসংখ্যান;

*অ্যাপ্লায়েড ফিজিক্স;

*কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং;

*কেমিক্যাল সায়েন্স;

*আর্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং; 

*এনার্জি রিসোর্স অ্যান্ড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং;

*মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং; 

*মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং;

আবেদনের শেষ তারিখ: আগামী ১ অক্টোবর পর্যন্ত স্প্রিং সেশনের রাউন্ড-১-এর জন্য আবেদন করতে পারবেন।।

ফেলোশিপ সম্পর্কিত বিভিন্ন লিংক— 

আবেদনের লিংক: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনে যোগ্যতার লিংক: আবেদনের যোগ্যতা দেখতে এখানে ক্লিক করুন।

মাস্টার্স প্রোগ্রামে আবেদনের লিংক: মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে এখানে ক্লিক করুন।

পিএইচডি প্রোগ্রামে আবেদনের লিংক: পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে এখানে ক্লিক করুন।

বিষয়ভিত্তিক আবেদনের লিংক: বিষয়ভিত্তিক আবেদনে এখানে ক্লিক করুন।

কাউস্ট ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9