স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ড, লাগবে না টিউশন ফি

স্নাতক ও  স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ড
স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ড

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের পাবলিক রিসার্চ ভিত্তিক প্রতিষ্ঠান লাইডেন বিশ্ববিদ্যালয়।“মিনার্ভা স্কলারশিপ ফান্ড” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৪।

মিনার্ভা স্কলারশিপ ফান্ড ফাউন্ডেশন অধ্যয়নের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে গবেষণা এবং গবেষণা প্রকল্পের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। এটি একটি দাতব্য সংস্থা যা ডাচ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত এবং অর্থায়িত হয়। বৃত্তি আবেদন জমা দেওয়ার পরে কর্তৃপক্ষ প্রতিটি আবেদনকে মূল্যায়ন করবেন।

সুযোগ সুবিধাসমূহ
* টিউশন ফি মওকুফ। 
* মাসে ৯০০ থেকে ২০০০ হাজার ইউরো পর্যন্ত ভাতা প্রদান করা হবে। 
* গবেষণা খরচ। 
* যাত্রা খরচ। 
* থাকার খরচ (আবাসন)। 

স্নাতক-স্নাতকোত্তর করুন নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০  লাখ টাকা

আবেদনের যোগ্যতা
* প্রথমে লিডেন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ভর্তি হতে হবে।
* এল.এস.ভি মিনার্ভার সদস্যরা আবেদন করতে পারবেন না।
* প্রকল্পগুলি নীচের একটি বিভাগে পড়ে: ইন্টার্নশিপ, অধ্যয়ন বা গবেষণা করতে হবে।
* প্রকল্প শেষ হওয়ার পরে, শিক্ষার্থীকে অবশ্যই তিন মাসের মধ্যে প্রকল্পের প্রতিবেদন সহ ছবিসহ জমা দিতে হবে।

আরও পড়ুন: আইইএলটিএসের প্রস্তুতি শুরু করবেন যেভাবে

যেসকল বিষয়ে আবেদন করা যাবে
* প্রত্নতত্ত্ব।
* মানবিক।
* মেডিসিন/এলইউএমসি।
* গভর্নেন্স এবং গ্লোবাল অ্যাফেয়ার্স।
* আইন।
* সামাজিক ও আচরণমূলক বিজ্ঞান।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 


সর্বশেষ সংবাদ