সম্পূর্ণ টিউশন ফি নিয়ে স্নাতক-স্নাতকোত্তর করুন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৩:১০ PM , আপডেট: ২৩ মে ২০২৪, ০৩:২৬ PM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৪।
১৯৪৯ সালে সিডনিতে স্থাপিত এ বিশ্ববিদ্যালয়টি বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা রিসার্চ ইনস্টিটিউট। মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি ছাত্রছাত্রীদের অন্যান্য কার্যক্রমেও অংশগ্রহণ করার মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়টিতে।
সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
যোগ্যতার মানদণ্ড
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার পেতে হবে।
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফল অর্জন করতে হবে।
আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে, থাকছে ৪০০ বৃত্তি
আবেদনের পদ্ধতি:
শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে লগইন করুন এখানে।
স্কলারশিপের বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে