ঢাকায় অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা শনিবার

২৬ জানুয়ারি ২০২৪, ০৬:৪৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
মেলায় শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন

মেলায় শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন © ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্যাক এশিয়া বাংলাদেশের ঢাকার পান্থপথ অফিসে এক শিক্ষা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কে কে ভবন, বাড়ি নং ৬৯/কে, পানি ভবনের উল্টোদিকে, পান্থপথে এই মেলাটি অনুষ্ঠিত হবে। 

মেলার আয়োজকরা জানিয়েছে, মেলায় অস্ট্রেলিয়ার অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন এবং তাদের প্রতিষ্ঠানের জন্য মনোনীত শিক্ষার্থীদের স্কলারশিপসহ যোগ্যতা মূল্যায়ন করবেন।

এ মেলায় শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এবং শিক্ষার্থীদের জন্য থাকবে ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ।

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয়, টরেন্স বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় সিডনি ও ব্রিসবেন, তাসমানিয়া বিশ্ববিদ্যালয় মেলবোর্ন, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়, লা ট্রোব বিশ্ববিদ্যালয় সিডনি, সুইনবার্ন বিশ্ববিদ্যালয় সিডনি, চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়, ডিকিন কলেজ, কারটিন কলেজ, এডিথ কাওয়ান কলেজ, টেইলর্স কলেজ, এস আইবিটি, এস এ আই বি টি,  সি আই এম ইনস্টিটিউট সিডনি ও ডারউইন মেলায় সরাসরি অংশগ্রহণ করবেন।

মেলা সম্পর্কে প্যাক এশিয়ার বাংলাদেশ প্রধান প্রদীপ রায় জানান, মেলায় শিক্ষার্থীদের জন্য উপরিউক্ত দেশসমূহের শিক্ষা ব্যবস্থার সব তথ্য যেমন- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা, খণ্ডকালীন ও পূর্ণকালীন কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্পন্সরশিপ, বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি, আইইএলটিএস কোর্স এ বিশেষ ছাড়। 

তিনি জানান, প্যাক এশিয়া হচ্ছে একটি পাইওনিয়ার অ্যাওয়ার্ড উইনিং কোম্পানি এবং তাদের আছে ৯৯% পর্যন্ত ভিসার সফলতা। প্যাকএশিয়া বাংলাদেশ এর ভিসার আগে ও পরে কোন ফি নেই এবং তাদের বাংলাদেশের ঢাকা অফিস- কে কে ভবন, পানি ভবনের উলটো পাশে, পান্থপথ ও চট্টগ্রাম অফিস সানমার ওশান সিটির পাশে। 

মেলার দিন স্পট অ্যাপ্লিকেশন করলে আবেদন ফি ছাড়ের সুযোগ রয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের সকল সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।

যোগাযোগ: 01324742548

কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলের বেতন ও ভাতা নিয়ে ১৫ প্রশ্ন ও উত্তর
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে জুলাই শহীদের বাবার …
  • ২২ জানুয়ারি ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ …
  • ২২ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবি শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬