টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন জার্মানিতে, আছে স্বাস্থ্যবিমাও

টিউশন ফি ছাড়াই স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন জার্মানিতে
টিউশন ফি ছাড়াই স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন জার্মানিতে  © সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তরের জন্য পাড়ি জমান জার্মানিতে। জার্মানি তথ্যপ্রযুক্তিতে অগ্রসরমাণ একটি দেশ। বিশেষ করে দেশটির শিক্ষাব্যবস্থা অত্যন্ত আধুনিক ও যুগোপযোগী। দেশটিতে কয়েকটি বৃত্তি নিয়ে পড়তে যাওয়া যায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জার্মান সরকার। আবেদন শেষ ৩০ এপ্রিল।

জার্মানি পিএইচডি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য দেশটি ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তির ঘোষণা দিয়েছে। যোগ্যাতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। 

শিক্ষাবৃত্তিটি জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একটি ফাউন্ডেশন থেকে দেওয়া হয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশনটি এ বৃত্তির ঘোষণা দিয়েছে। বিশ্বের ১০০টির অধিক দেশে এ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হয়। ফাউন্ডেশনের সদর দপ্তর জার্মানির বন ও বার্লিনে।

জার্মানির পুরোনো এই ফাউন্ডেশন উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট/ডক্টরাল স্টাডিজ প্রোগ্রামে শতভাগ বৃত্তি প্রদান করে। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে দক্ষ ও যোগ্য হয়ে উঠবেন। বিদেশি শিক্ষার্থীরা ১৯৭১ সাল থেকে পেয়ে আসছেন ইউরোপের ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তি।

আবেদনের যোগ্যতা
* আবেদনকারীকে অবশ্যই জার্মান ভাষায় দক্ষ হতে হবে;

* সব বিষয়ের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;

* এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা, সোভিয়েত–পরবর্তী প্রজাতন্ত্রগুলোর এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের (ইউরোপীয় ইউনিয়নভুক্ত) দেশগুলোর নাগরিক হতে হবে

* অবশ্যই পড়াশোনার উদ্দেশ্যেই আসতে হবে।

স্নাতকোত্তর করুন নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে

এ বৃত্তির সুযোগ-সুবিধা
* বিদেশি শিক্ষার্থীদের প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো দেওয়া হবে;

* কোনো টিউশন ফি দিতে হবে না

* ফাউন্ডেশন থেকে স্বাস্থ্যবিমা মিলবে;

* জার্মানিতে বিনা অর্থে অধ্যয়ন ও জার্মান সংস্কৃতি বিকাশে গবেষণা করার সুযোগ

* বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ থাকবে

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর করুন নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০ লাখ টাকা

আবেদন যেভাবে
* ফ্রেডরিখ স্টিফটাং বৃত্তির আবেদন অনলাইনে করতে হবে;

* আবেদন অবশ্যই জার্মান ভাষায় করতে হবে;

*নির্বাচক কমিটি ভর্তি ও বৃত্তির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

* প্রতিবছর ১৫ জন বিদেশি শিক্ষার্থীকে ফ্রেডরিখ স্টিফটাং বৃত্তির জন্য মনোনীত করা হয়।

এ বৃত্তির জন্য আবেদন করতে ক্লিক করুন

আরও জানতে ক্লিক করুন এখানে


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence