গেমসে আগ্রহীদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, থাকছে ৫টি কোর্স

১০ জানুয়ারি ২০২৪, ০২:৫২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
গেমসে আগ্রহীদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

গেমসে আগ্রহীদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ © সংগৃহীত

বর্তমান যুগে প্রায় সকল তরুনরাই গেমসের প্রতি আগ্রহী। পুরনো দিনের সেই Pong কিংবা Pac-Man অথবা Mustafa কে পিছনে ফেলে উন্নতির এক নতুন মাত্রায় পৌছে গিয়েছে গেমিং ইন্ডাস্ট্রি। ফলে গেমিং শিল্প এবং গেমের প্রতি আগ্রহ বিশ্বে ধারাবাহিকভাবে বাড়ছে। 

ব্রিটিশ কাউন্সিলের তথ্য অনুযায়ী, গেমিংকে পেশা হিসেবে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য যুক্তরাজ্য। ৩ কোটি ২০ লাখ গেমার আছে যুক্তরাজ্যে। দেশটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গেমিং শিল্পের দেশ। এছাড়া ২ হাজার ২০০টি গেমিং কোম্পানি আছে দেশটি। 

এগুলোর মধ্যে অনেক কোম্পানিরই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এগুলোর মধ্য আছে রকস্টার নর্থ, ইউবিসফট রিফ্লেকশন এবং সুমো ডিজিটালের মতো বিশ্ব বিখ্যাত স্টুডিওগুলোর আবাসস্থল। যুক্তরাজ্যর বিশ্ববিদ্যালয়গুলোতে গেমিংয়ের ওপর নানা বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম করায়। এসব কোর্সের পড়াশোনা শিক্ষার্থীদের গেমিংয়ের ওপর ক্যারিয়ার শুরু করতে সাহায্য করে। 

গেমস এর সেরা কোর্সগুলো নিম্নে দেওয়া হলো:- 

(১) অ্যানিমেশন এবং গেমিংয়ে প্রি-মাস্টার্স:- 
অ্যানিমেশন এবং গেমিংয়ে প্রি-মাস্টার্স করার সুযোগ আছে। কোর্সটিতে সাধারণত কম্পিউটার গ্রাফিকস, অ্যানিমেশন, গেম ডিজাইনসহ গেমের ক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক ধারণা, দক্ষতা, জ্ঞান নিয়ে ধারণা দেওয়া হয়। 

(২) গেম ডিজাইন ইন এমএ:
যাঁরা গেম ডিজাইনে এমএ করতে চান, তাঁদের জন্য সুযোগ আছে পড়াশোনা করার। এ প্রোগ্রামে টুডি (2D) ডিজাইন, থ্রিডি (3D) মডেলিং, প্রযুক্তিগত শৈল্পিকতা, কোডিং, সাউন্ড, গল্প বলা, নকশাসহ ইত্যাদির মতো দক্ষতা শেখার সুযোগ থাকবে। শিল্পের প্রবণতা এবং উদীয়মান প্রযুক্তি সম্পর্কে আপডেট থাকার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা ব্যবহারিক প্রকল্পগুলোতে কাজ করার সুযোগ পান। ডিজাইনিং, প্রোটোটাইপিং ও গেমগুলোকে পরিমার্জন করার ক্ষেত্রে শিক্ষার্থীরা তাঁদের দক্ষতা কাজে লাগাতে পারেন।

আরও পড়ুন: স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে ইতালির ভেনিস এবং ইউরোপিয়ান ৪৩টি বিশ্ববিদ্যালয়

(৩) এমএসসি ইন হাই পারফরম্যান্স গ্রাফিকস ও গেম ইঞ্জিনিয়ারিং:-
গেম ডেভেলপমেন্টের প্রযুক্তিগত দিকগুলোতে ফোকাস করে এই কোর্স তৈরি করা। এ কোর্সে হাই পারফরম্যান্স গ্রাফিকস ও গেম ইঞ্জিনিয়ারিংয়ে কৌশলগুলোর ধারণার ওপর জোর দেওয়া হয়েছে। এ কোর্সে শিক্ষার্থীদের অ্যালগরিদমের গভীর জ্ঞান, গেমের পারফরম্যান্স অপটিমাইজ করতে সক্ষম করে গড়ে তোলে। 

(৪) এমএসসি কম্পিউটার গেমস ডেভেলপমেন্ট:- 
কম্পিউটার গেমস ডেভেলপমেন্ট প্রক্রিয়ার ধারণা থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া বিস্তৃত বোঝার জন্যই এ কোর্স। কোর্সটিতে শিক্ষার্থীরা গেম ডিজাইন, প্রোগ্রামিং, আর্ট, অডিও এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর জ্ঞান অর্জন করবেন। 

(৫)ইন গেম ডিজাইন ও ডেভেলপমেন্ট (মাস্টার্স ইন ডিজাইন স্টাডিজ):-
এ কোর্সে প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে সৃজনশীল ডিজাইনের নীতিগুলোকে একত্র করা নিয়ে পড়াশোনা করানো হবে। এটি শিক্ষার্থীদের প্রযুক্তিগত এবং পেশাগত দক্ষতা এবং ব্যবহারিক জ্ঞানের সঙ্গে অভিজ্ঞতা অর্জনের পথের দিশা দেবে।

সূত্র: এনডিটিভি

শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি
  • ১১ জানুয়ারি ২০২৬
এক-এগারোবিরোধী ছাত্রদল নেতারা কেমন আছে?
  • ১১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে ছাত্রদলের খাবা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাড়ি নির্মাণকালে মাটি নিচে মিলল মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9