টিউশন ফি-বিনামূল্যে আবাসনসুবিধাসহ হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ

হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ
হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ  © সংগৃহীত

ইউরোপের রাজনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও যোগাযোগব্যবস্থার কেন্দ্রস্থল হাঙ্গেরি। উন্নত শিক্ষাব্যবস্থা এবং ডিগ্রির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা হাঙ্গেরির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে আসেন। হাঙ্গেরিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অবারিত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। তেমনই একটি সুযোগ দিচ্ছে হাঙ্গেরির সরকার। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৪। 

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে হাঙ্গেরির সরকার। ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৪-২৫’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দেশটির ৩০টি বিশ্বিবদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ স্কলারশিপের আওতায়। 

স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও আবাসন খরচ, স্বাস্থ্যবীমা ও উপবৃত্তিসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। স্নাতকের মেয়াদ ৪ বছর, স্নাতকোত্তরের ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর। তবে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি-তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। 

‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয়েছে এই স্কলারশিপ। প্রতিবছর ৫ মহাদেশের প্রায় ৮০টি দেশের ৫ হাজার বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন।

সুযোগ-সুবিধাঃ- 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ফি প্রদান করবে।
* ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনসুবিধা প্রদান করবে।
* স্বাস্থ্যবিমার সুবিধা।

স্কলারশিপ নিয়ে হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ

আবেদনের যোগ্যতা ও শর্তাবলীঃ- 
স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি এর যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। 

প্রয়োজনীয় নথিঃ- 
* জীবন বৃত্তান্ত।
* জাতীয় পরিচয়পত্র  এবং পাসপোর্ট এর কপি। 
* মোটিভেশনাল লেটার। 
* মেডিকেল সার্টিফিকেট।
* অনলাইন আবেদনপত্র।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* রিকমেন্ডেশন লেটার।
* স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
* গবেষণা প্রস্তাব (স্নাতকোত্তর)।
* ভাষা দক্ষতার সনদ।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১৩ লাখ টাকা

আবেদন প্রক্রিয়াঃ- 
স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। প্রতিবছর বাংলাদেশ থেকে শতাধিক শিক্ষার্থী যোগ্যতাপূরণ সাপেক্ষে এ স্কলারশিপ পাবেন।
 
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের গুরুত্বপূর্ণ তারিখগুলোঃ- 
* ১৫ জানুয়ারি ২০২৪: হাঙ্গেরিতে আবেদন জমার শেষ দিন।
* ২৮ ফেব্রুয়ারি ২০২৪: মনোনয়ন প্রক্রিয়া শুরু।
* মার্চের মাঝামাঝি: দ্বিতীয় নির্বাচন প্রক্রিয়া।
* ১৫ এপ্রিল ২০২৪: মেডিকেল সার্টিফিকেট জমা।
* ২০২৪ সালের জুনের মাঝামাঝি: ফলাফল ঘোষণা।
* ২০২৪ সালের জুলাই-আগস্ট: ভিসা আবেদন প্রক্রিয়া।
* ২০২৪ সালের সেপ্টেম্বর ৩০ সেপ্টেম্বর: হাঙ্গেরিতে যেতে হবে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের।


সর্বশেষ সংবাদ