যুক্তরাজ্যের গ্রেট স্কলারশিপ, সঙ্গে ১৩ লাখ টাকা

যুক্তরাজ্যের গ্রেট স্কলারশিপ,
যুক্তরাজ্যের গ্রেট স্কলারশিপ,  © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের একটি গন্তব্য হচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো অবস্থিত। যুক্তরাজ্যে ১৩০টি নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে স্থানীয় বিশ্ববিদ্যালয় রয়েছে ১০৫টি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ২০টি ও বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে ৫টি।

কিন্তু পড়াশোনার খরচ দেখে অনেকের স্বপ্ন অধরাই থেকে যায়। তবে যুক্তরাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই রয়েছে স্কলারশিপের সুব্যবস্থা। তেমনি একটি স্কলারশিপ হলো গ্রেট স্কলারশিপ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্য সরকার পরিচালিত ‘গ্রেট স্কলারশিপের’ আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই স্কলারশিপের আওতায় ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারে বাংলাদেশসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবে।  

যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই গ্রেট স্কলারশিপ দেওয়া হয়। প্রতিটি স্কলারশিপের জন্য প্রায় ১৩ লাখ ৭২ হাজার ৮৪১ টাকা (১০ হাজার পাউন্ড) অনুদান দেওয়া হবে।২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড জুড়ে ৭১টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২১০টি বৃত্তি দেওয়া হবে। 

যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে: 
* সিটি ইউনিভার্সিটি অব লন্ডন
* গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি
* কিলে/কেল ইউনিভার্সিটি
* লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি
* ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার
* আলস্টার ইউনিভার্সিটি
* ইউনিভার্সিটি কলেজ লন্ডন
* ইউনিভার্সিটি অব ডান্ডি
* ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া
* ইউনিভার্সিটি অব গ্লুচেস্টারশায়ার
* ইউনিভার্সিটি অব হাল
* ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড
* ইউনিভার্সিটি অব ওয়ারউইক

scholarship

এসব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে কোর্সের বিস্তারিত ও আবেদনের যোগ্যতা দেখা যাবে। 

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইজারল্যান্ডে, সঙ্গে ১৩ লাখ টাকা

যোগ্যতাসমূহঃ- 
* অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
* স্নাতক ডিগ্রিসম্পন্ন হতে হবে। প্রস্তাবিত বিষয়ে আগ্রহ থাকতে হবে।
* যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইন্সটিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
* ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে একজন শিক্ষার্থী হিসেবে সম্পর্ক স্থাপন করতে হবে।
* যুক্তরাজ্যভিত্তিক গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে।
* ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইন্সটিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করতে হবে।
* গ্রেট স্কলারশিপের একজন অ্যালামনাই হিসেবে কাজ করতে হবে।

আবেদন প্রক্রিয়া: 
আবেদনকারীকে গ্রেট স্কলারশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট লিংক: 

একই ওয়েবসাইট ব্যবহার করে আবেদনকারী যুক্তরাজ্যের নির্ধারিত ৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, সেই বিশ্ববিদ্যালয়ের লিংকে ক্লিক করে নিয়মকানুন জেনে আবেদন করতে পারবেন। 

উল্লেখ্য, একেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় একেক দিন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence