গুলশানে চলছে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা মেলা

১০ আগস্ট ২০১৮, ০১:০৭ PM
অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা

অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা © সংগৃহীত

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ-শিক্ষার সুযোগ-সুবিধা জানাতে ‘শিক্ষামেলা’র আয়োজন করেছে প্যাক এশিয়া বাংলাদেশ। আজ শুক্রবার (১০ আগস্ট) দিনব্যাপী এ মেলা চলবে গুলশানের হোটেল আমারিতে। মেলায় অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা অস্ট্রেলিয়ায় পড়তে আগ্রহী শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করে বিভিন্ন দিক-নির্দেশনা এবং পরামর্শ দিবেন।

প্যাক এশিয়া বাংলাদেশের কর্মকর্তা আরেফিনা আয়ুব জানান, শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থার সব তথ্য তুলে ধরতেই এই মেলা। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মান, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন বিষয় জানাতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকারের একজন বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন মেলায়।
মেলায় শিক্ষার্থীরা অনস্পট অ্যাপ্লিকেশন করলে আবেদন ফি ছাড়ের সুযোগ পাবেন বলে জানান তিনি।

মেলায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের ০১৭১৩২৪৩৪১৬ এই নম্বরে কল করে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রয়েজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। বিস্তারিত জানা যাবে ০১৭১৩২৪৩৪২২ এই নম্বরে।

এর আগে ৮ ও ৯ আগস্ট রাজধানীর সোনারগাঁও হোটেলে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা নিয়ে দুইদিন ব্যাপী মেলার আয়োজন করে আইডিপি বাংলাদেশ। 

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয় মিছিল, উচ্ছ্বাসে মাতল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫ কাজ ও উদ্যোগ, সংবাদ সম্মেলন করে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
তুলা উন্নয়ন বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৪, আবেদন এইচএ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে তিন বিকল্প বিবেচনায় পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘ইসলামের বাক্স ছিনতাই হয়ে যাওয়ায় জোট থেকে বের হয়েছি’
  • ২৬ জানুয়ারি ২০২৬