গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে

  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণ স্বপ্নের দেশ যুক্তরাজ্য। দেশটিতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো অবস্থিত। কিন্তু পড়াশোনার খরচের বহর দেখে অনেকের স্বপ্ন অধরাই থেকে যায়। আবার অনেকে মনে করেন, যুক্তরাজ্যের স্কলারশিপগুলো খুব প্রতিযোগিতাপূর্ণ। এ জন্য তাঁরা আবেদনই করেন না। কিন্তু যুক্তরাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই রয়েছে স্কলারশিপের সুব্যবস্থা। তেমনি একটি স্কলারশিপ হলো গ্রেট স্কলারশিপ। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের এই সম্মানজনক স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। এই বৃত্তির আওতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই গ্রেট স্কলারশিপ দেওয়া হয়। যুক্তরাজ্য সময় আগামী মে ও জুন মাসের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।

যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে: 
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ৯টি বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তি দেওয়া হয়। 
• অ্যাস্টন ইউনিভার্সিটিতে ১টি।
• কার্ডিফ ইউনিভার্সিটিতে ১টি।
• ক্রেনফিল্ড ইউনিভার্সিটিতে ১ টি।
• কিলি ইউনিভার্সিটিতে ১টি।
• রবার্ট গর্ডন ইউনিভার্সিটিতে ১টি।
• ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে ২টি।
• উলস্টার ইউনিভার্সিটিতে ১টি।
• ইউনিভার্সিটি অব হালে ১টি।
• ইউনিভার্সিটি অব সাউদাম্পটনে বাংলাদেশিদের জন্য ১টি ।
প্রতিটির জন্য প্রায় ১২ লাখ ৬২ হাজার ১৩১ টাকা (১০ হাজার পাউন্ড) অনুদান দেওয়া হবে।

যোগ্যতা
• অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
• স্নাতক ডিগ্রিসম্পন্ন হতে হবে। প্রস্তাবিত বিষয়ে আগ্রহ থাকতে হবে।
• যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইন্সটিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
• ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে একজন শিক্ষার্থী হিসেবে সম্পর্ক স্থাপন করতে হবে।
• যুক্তরাজ্যভিত্তিক গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে।
• ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইন্সটিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গ্রেট স্কলারশিপের 
        একজন দূত হিসেবে কাজ করতে হবে।
• গ্রেট স্কলারশিপের একজন অ্যালামনাই হিসেবে কাজ করতে হবে।

আবেদন প্রক্রিয়া: 
আবেদনকারীকে গ্রেট স্কলারশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট লিংক: https://study-uk.britishcouncil.org/scholarships-funding/great-scholarships/bangladesh 

একই ওয়েবসাইট ব্যবহার করে আবেদনকারী  যুক্তরাজ্যের নির্ধারিত ৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, সেই বিশ্ববিদ্যালয়ের লিংকে ক্লিক করে নিয়মকানুন জেনে আবেদন করতে পারবেন। 

উল্লেখ্য, একেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় একেক দিন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence