স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের এইচআইটিতে 

হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি
হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যায়নের সুযোগ দিচ্ছে চাইনিজ গর্ভমেন্ট  স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে চীনের হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এইচআইটি) অধ্যায়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ ডিসেম্বর ২০২২।
 
১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি (এইচ.আই.টি)। এটি C9 লীগের প্রতিষ্ঠাতা সদস্য (চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির একটি গ্রুপ)। ইউ.এস. নিউজ র্যাপঙ্কিং- ২০২৩ অনুযায়ী ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শীর্ষ ৫টি গ্লোবাল ইউনিভার্সিটি একটি হচ্ছে  হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি (এইচ.আই.টি)। এছাড়াও এটি ডাবল ফার্স্ট-ক্লাস ইউনিভার্সিটি  যেখানে চীনে মাত্র ৩৬ টি ক্লাস এ বিশ্ববিদ্যালয় রয়েছে। 

সুযোগ-সুবিধাঃ 
স্কলারশিপটি চাইনিজ গভঃমেন্ট  স্কলারশিপ প্রোগ্রাম দ্বারা সম্পূর্ণ অর্থায়িত একটি প্রোগ্রাম।
• সম্পূর্ণ টিউশন প্রদান করবে।
• আবাসন সুবিধা প্রদান করবে। 
• স্বাস্থ্য বীমা প্রদান করবে। প্রতিবছরে ৮০০ চীনা ইউয়ান  ( বাংলাদেশী টাকায় প্রায় ৪০ হাজার টাকা) ।
• মাসিক উপবৃত্তি হিসেবে মাস্টার্সের জন্য ৩,০০০ চীনা ইউয়ান  ( বাংলাদেশী টাকায় প্রায় ৪০ হাজার টাকা) , পিএইচডির জন্য ৩,৫০০ চীনা ইউয়ান  ( বাংলাদেশী টাকায় প্রায় ৪৬ হাজার টাকা) প্রদান করবে। 

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন জার্মানিতে

যোগ্যতাসমূহঃ 
• আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
• স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
• পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স  ৪০ বছরের কম হতে হবে এবং  স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 
• একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে। 
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে।(IELTS কমপক্ষে ৬.০ অথবা TOEFL কমপক্ষে ৮০ থাকতে হবে)।
• গবেষণায় তুলনামূলক দক্ষ হতে হবে।  

প্রয়োজনীয় নথিপত্রঃ 
• CSC আবেদনপত্র। CSC-তে আবেদন করতে ক্লিক করুন (https://studyinchina.csc.edu.cn/#/login )।
• আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি ।
• একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট।
• অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকদের দ্বারা দুইটি রেফারেন্স লেটার ।
• মেডিকেল রিপোর্ট । 
• আবেদনকারীর সিভি।
• ইংরেজী ভাষা দক্ষতার সনদ। 
• পার্সোনাল স্টেটমেন্ট।   
• স্টেটমেন্ট অব পারপাস এবং গবেষণা পরিকল্পনা (1000 শব্দের কম নয়)।
•  নন-ক্রিমিনাল রেকর্ড।
• আবেদন ফি এর ব্যাংক রসিদ।( USD 60 বা CNY 400 ) । 

আবেদন ফি জমা দেওয়ার ঠিকানাঃ 
Remittance Information:
Bank Name: Industrial and Commercial Bank of China, Harbin, Da Zhi Branch
Bank Address: 318 East Dazhi Street, Harbin, People’s Republic of China
Name: Harbin Institute of Technology
Account Number: 3500040109008900513
SWIFT/BIC: ICBKCNBJHLJ
দ্রষ্টব্য: আবেদন ফি অ-ফেরতযোগ্য।

আবেদন প্রক্রিয়াঃ 
প্রথমধাপে আবেদনকারীকে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনপত্রসহ প্রয়োজনীয় সমস্ত  নথিপত্র নিম্নলিখিত ঠিকানায় মেইল এর মাধ্যমে জমা দিতে হবে। ঠিকানাঃ  StudyatHIT@hit.edu.cn ।
 
দ্বিতীয়ধাপে হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি (এইচ.আই.টি) -এর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাডমিশন অফিস থেকে একটি নিশ্চিতকরণ ই-মেইল পাঠাবে এবং পরবর্তী করণীয় বিষয় সম্পর্কে জানিয়ে দিবে।

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 
http://studyathit.hit.edu.cn/post/index/459?fbclid=IwAR0-NioDJZbcEEOKyOIvy1g1ll8WrZD7SEe7Nfve0z5EYPw6GIOd0_V8FZQ


সর্বশেষ সংবাদ