ইউএসএ ইয়াং লিডার ফেলোশিপ: লাগবে না আইএলটিএস

২৯ অক্টোবর ২০২২, ১১:১০ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
 ইউএসএ ইয়াং লিডার ফেলোশিপ

ইউএসএ ইয়াং লিডার ফেলোশিপ © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়াং লিডার ফেলোশিপ ২০২৩-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে । যেকোনো  একাডেমিক ব্যাকগ্রাউন্ডের এবং  আইএলটিএস ছাড়াই বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ নভেম্বর ২০২২ ।
 
ইয়াং লিডার ফেলোশিপ একটি সম্পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম। যে সকল তরুণেরা অর্থনৈতিক নিরাপত্তা, স্বাস্থ্য এবং শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক করতে চায় তাদেরকে এই ফেলোশিপের মাধ্যমে উৎসাহী করে তোলা হয় এবং  নেতৃত্বের উন্নয়ন, বৈশ্বিক নাগরিকত্ব, আত্ম-সচেতনতা এবং দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে,  তরুণরা যাতে তাদের সম্প্রদায়ের পরিবর্তন করতে পারে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ফেলোশিপটি অনুঘটক হিসাবে কাজ করে।  

আরও পড়ুন: বিনাখরচে তুরস্কে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ 

সুযোগ-সুবিধা:
• ইকোনমি ফ্লাইট খরচ। 
• আবাসন সুবিধা । ( ১০ জুলাই - ২০ জুলাই, ২০২৩ সন্ধ্যা পর্যন্ত ) । 
• খাবার সুবিধা। (১১  জুলাই – ১৯ জুলাই, ২০১৩ পর্যন্ত প্রতিদিন তিনটি মিল) 
• বিনামূল্যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে বার্লিংটন, ভার্মন্ট পর্যন্ত রাউন্ড ট্রিপ ভ্রমণ। 

যোগ্যতাসমূহ:
• ১৮ থেকে ২৬  বছর বয়সী হতে হবে। 
• সম্প্রদায়ের প্রতি উত্সর্গ প্রদর্শন করতে সক্ষম হতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
• ফেলোশিপের নীতি মেনে চলার মানসিকতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথি:
• আবেদনকারীর পাসপোর্ট/ছবিযুক্ত ন্যাশনাল আইডিকার্ড। 
• আবেদনকারীর সিভি। 
• ফেলোশিপ আবেদন ফরম। 
• পার্সোনাল স্টেটমেনট।  
• রেফারেন্স লেটার দুইটি ।  
•  অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন https://mcwglobal.org/young-leaders-fellowship-2023/

বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসি…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাবিতে প্ল্যান্ট টিস্যু কালচার ও বায়োটেকনোলজি বিষয়ক আন্তর্জ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিকাশ নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন শেষ ২৮ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু কাল
  • ২৪ জানুয়ারি ২০২৬