বিনাখরচে তুরস্কে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ 

কোক ইউনিভার্সিটি
কোক ইউনিভার্সিটি   © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় স্নাতকোত্তর এবং  পিএইচডি করার সুযোগ দিচ্ছে তুরস্ক। ‘কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৩ ‘এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে ।

কোক Koç বিশ্ববিদ্যালয় তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত একটি অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ভবন দ্বারা শিক্ষা কার্যক্রম শুরু করে এবং ২০০০ সালে সারিয়ারের কাছে বর্তমান রুমেলি ফেনেরি ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:- 

স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য:
• সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।  ( ৯৬,৫০০ টিএল/বছর) । 
• ১,৫০০ টিএল মাসিক উপবৃত্তি প্রদান। 
• আবাসন সুবিধা। 
• বেসরকারী স্বাস্থ্য বীমা।  
• বৈজ্ঞানিক ইভেন্টগুলিতে অংশ নিতে ভ্রমণ খরচ।  

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে থাইল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ

পিএইচডি প্রোগ্রামের জন্য:
• সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। (৯৬,৫০০ টিএল/বছর)। 
• ৩,০০০ টিএল মাসিক উপবৃত্তি প্রদান। (পিএইচডি কোয়ালিফায়ারের পরে 3,500 টিএল বৃদ্ধি পায়)। 
• আবাসন সুবিধা। 
• বেসরকারী স্বাস্থ্য বীমা।  
• খাবার কার্ড
• ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস)।  
• বৈজ্ঞানিক ইভেন্টগুলিতে অংশ নিতে ভ্রমণ খরচ।
New Project - 2022-10-28T130029-315   

যোগ্যতাসমূহ:- 
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে । 
• পূর্ববর্তী একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
• স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
• পিএইচডির ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।  
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে । 

প্রয়োজনীয় নথিপত্র:- 
• পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি। 
• জীবনবৃত্তান্ত। 
• একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট।  
• ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষার  সনদ । (GMAT / TOFEL) ।  
• স্টেটমেন্ট অব পারপাস । 
• রেফারেন্স লেটার ।
• ক্ষেত্র সম্পর্কিত অভিজ্ঞতা প্রয়োজন ।
• ৩টি প্রবন্ধ । 
• নন-থিসিস প্রোগ্রামগুলির জন্য আবেদন ফি প্রদানের স্লিপ ।
•      পারিবারিক আয়ের প্রমাণ পত্র।  
অন্যান্য ডকুমেন্টেশনগুলিরও প্রয়োজন হতে পারে (নির্দিষ্ট প্রোগ্রামের প্রয়োজনীয়তা দেখে নিতে হবে)

আবেদন প্রক্রিয়া:- 

আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলী মেনে সরাসরি আবেদন করতে হবে। 
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://international.ku.edu.tr/graduate-programs/how-to-apply/ 
আবেদন করতে ক্লিক করুন https://apply.ku.edu.tr/courses/search/id/1214056-6kucgp


সর্বশেষ সংবাদ