বিআই স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন নরওয়েতে

নরওয়েজিয়ান বিজনেস স্কুল
নরওয়েজিয়ান বিজনেস স্কুল  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তরে পড়ার সুযোগ দিচ্ছে নরওয়েজিয়ান বিজনেস স্কুল। প্রতিষ্ঠানটি নরওয়েজিয়ান নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ অফার করে থাকে। বিআই প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ-২০২৩ এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ মার্চ, ২০২৩।

সুযোগ-সুবিধা

• প্রতিটি সেমিস্টারের জন্য মাসিক একটি উপবৃত্তি প্রদান করবে । 
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। (স্নাতকোত্তর ডিগ্রির জন্য ২ বছর পর্যন্ত এবং একটি ব্যাচেলর প্রোগ্রামের জন্য ৩ বছর পর্যন্ত)।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের এডি পদের পরীক্ষার আসন বিন্যাস

যোগ্যতাসমূহ

• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।  
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে। 
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
• আন্তর্জাতিক গ্রেড স্কেলে সমতুল্য শীর্ষ-স্তরের গ্রেড থাকতে হবে । 
• সকল মাস্টার অফ সায়েন্স প্রোগ্রামে আবেদনকারীদের জন্য এটি উন্মুক্ত।

প্রয়োজনীয় নথিপত্র

• আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি।
• একাডেমিক সার্টিফিকেট বা ডিগ্রি।
• মোটিভেশন লেটার।
• ফাইনান্সিয়াল প্লান।
• আবেদনকারীর সিভি।
• ইংরেজী ভাষার দক্ষতার সনদ। (GMAT/GRE/CAT) 
• স্কলারশিপ লেটার । 

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে স্কলারশিপের জন্য উপযুক্ত এই মর্মে, তার একাডেমিক কৃতিত্বগুলো বর্ণনা পূর্বক এবং কেন তিনি স্কলারশিপের যোগ্য তার উপর সর্বোচ্চ এক পৃষ্ঠার একটি চিঠি লিখতে হবে।  চিঠি লেখার পরে অফিসিয়াল ওয়েব পেজে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র আপলোড করতে হবে।

আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.bi.edu/programmes-and-individual-courses/scholarships/bi-presidential-scholarships/ 

বি:দ্র:- যে সমস্ত আবেদনকারীরা বর্তমানে BI Sivok প্রোগ্রামে নথিভুক্ত হয়েছেন তাদের আবেদনপত্র info@bi.no-এ পাঠাতে হবে এবং তাদের স্নাতক অধ্যয়নের তৃতীয় বছরে আবেদন করতে হবে।


সর্বশেষ সংবাদ