বাংলাদেশ ব্যাংকের এডি পদের পরীক্ষার আসন বিন্যাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০২:৪৮ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২২, ০২:৪৮ PM
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি, জেনারেল) পদের প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী পরিচালক (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষা আগামী শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৩৬৫। যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, শুধু তাঁরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। নতুনভাবে কোনো প্রার্থীকে প্রবেশপত্র ইস্যু করা হবে না।
এতে আরও বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো কাগজ, ফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষেধ। পরীক্ষার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। তবে মাস্ক পরিধান ছাড়া কোনো প্রার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
এ নিয়োগ পরীক্ষায় আপনার আসন কোথায় পড়েছে দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: শপআপে চাকরি, বেতন ৩০ হাজার
উল্লেখ্য, পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরিধান ছাড়া কোনো প্রার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।