সিইইউ স্কলারশিপ নিয়ে পড়ুন হাঙ্গেরিতে 

সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (CEU)
সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (CEU)  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং ডক্টরাল করার সুযোগ দিচ্ছে হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (CEU)। “সিইইউ স্কলারশিপ ২০২৩“ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি, ২০২৩। 

সুযোগ-সুবিধাসমূহঃ 
সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি স্কলারশিপ একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। 
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
• জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক উপবৃত্তি প্রদান করবে।
• মাস্টার্স এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের জন্য প্রতি মাসে ১,০০০ ইউরো।
• মাস্টার্স ডিস্টিনশন স্কলারশিপের জন্য প্রতি মাসে ৭৫০ ইউরো।
•  ডক্টরাল স্কলারশিপের জন্য প্রতি মাসে ১৩৫০ ইউরো।
• স্বাস্থ্য বীমা প্রদান করবে।

যোগ্যতাসমূহঃ 
• স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
• ডক্টরাল প্রোগ্রামের জন্য স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। 
• ইংরেজি ভাষার দক্ষ হতে হবে । 
• একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে। 

প্রয়োজনীয় নথিপত্রঃ 
• আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি ।
• একাডেমিক সার্টিফিকেট বা ডিগ্রি।
• দুইটি রেফারেন্স লেটার।  
• রিসার্চ প্রপোজাল।
• আবেদনকারীর সিভি।
• ইংরেজী ভাষা দক্ষতার সনদ।
• পার্সোনাল স্টেটমেন্ট।
• স্টেটমেন্ট অব পারপাস।
• আবেদন ফি ৪২ ইউরো যা প্রায় ৫০০০ বাংলাদেশী টাকা  (অফেরতযোগ্য)।  

আবেদন প্রক্রিয়াঃ 
আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.ceu.edu/admissions/how-to-apply/checklist


সর্বশেষ সংবাদ