বিনামূল্যে ইউনেস্কোতে ইন্টার্নশিপের সুযোগ 

২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৩ PM
ইউনেস্কো

ইউনেস্কো © সংগৃহীত

স্নাতক ডিগ্রিধারী অথবা পিএইচডিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের সম্পুর্ণ বিনামূল্যে ১ মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে  ইউনেস্কো ( UNESCO) । ২০ বছর বা তার অধিক বয়সী যেকোন দেশের তরুণ-তরুণীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। 

ইউনেস্কো ইন্টার্নশিপ প্রোগ্রামের লক্ষ্যে হল, শিক্ষার্থীদের ইউনেস্কোর আদেশ, প্রোগ্রাম এবং প্রক্রিয়া সম্পর্কে জানানো এবং শেখানোর  পাশাপাশি ব্যবহারিক নিয়োগের মাধ্যমে তাদের একাডেমিক এবং প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করার সুযোগ সৃষ্টি করা। 

সময়কালঃ 
ইউনেস্কো ইন্টার্নশিপের সময়কাল ১ মাস। তবে আপনার কর্মক্ষমতার উপর নির্ভর করে ৬ মাস পর্যন্ত বাড়াতে পারে কতৃপক্ষ। এছাড়াও ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে আপনি  ইউনেস্কোতে ( UNESCO )চাকরির জন্য আবেদন করতে পারবেন । 

আরও পড়ুন: ‘মাই থিসিস ইন থাউজেন্ড ওয়ার্ডস এ্যাওয়ার্ড’: পুরস্কার ২ লাখ টাকা

সুযোগ-সুবিধাঃ
(১)নিজের সুবিধামত জায়গায় ইন্টার্নশিপের সুযোগ।
(২)স্বাস্থ্য বীমা প্রদান করবে৷ 
(৩)বিনামূল্যে আবেদন। 

যা যা প্রদান করবে নাঃ
(১) আবাসন ব্যবস্থা। 
(২) যেকোন ধরবের ভিসা ও ভ্রমণ খরচ। 

যোগ্যতাসমূহঃ
(১) কমপক্ষে ২০ বছর বয়স হতে হবে৷ 
(২)স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 
(৩) ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে৷ 
(৪) কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে৷ 
(৫) যেকোন পরিবেশে দলীয় কাজ করার মানসিকতা থাকতে হবে৷
(৬) যোগাযোগ দক্ষতা ভালো হতে হবে৷ 

প্রয়োজনীয় নথিপত্রঃ
(১) মেডিকেল সার্টিফিকেট। 
(২) জাতীয় পরিচয় পত্রের কপি৷ (৩)একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট। 

ছুটিঃ
ইন্টার্নশিপের সময়কালে প্রতি মাসে ২/৩ দিনের ছুটি প্রদান করা হবে। 

আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://en.unesco.org/careers/internships

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬