নিউমার্কেটে সংঘর্ষে কোনো ছাত্র জড়িত কি না তদন্ত করবে ঢাকা কলেজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১০:২৮ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২২, ১০:৩৩ PM
নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে দুদিন ধরে চলা হামলা-সংঘর্ষে ঢাকা কলেজের কোনো ছাত্র জড়িত রয়েছে কি না তা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার এই কমিটি করা হয়। ঢাকা কলেজের গণিত বিভাগের অধ্যাপক অখিল চন্দ্র বিশ্বাসকে প্রধান করে গঠন করা কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন। তিনি বলেন, কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ল্যাবরেটরি স্কুল-কলেজের নাম হবে শেখ রাসেলের নামে
ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়িত নয় বলে মনে করেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, বিষয়টি তা নয়। ওই হামলা-সংঘর্ষে আমাদের ছাত্রদের ভূমিকার বিষয়টি তদন্ত করে দেখতে বলেছি কমিটিকে।
‘সংঘর্ষে জড়িতরা বাস্তবিকই আমাদের শিক্ষার্থী কি না বা বর্তমান শিক্ষার্থী কি না কমিটি এগুলো খতিয়ে দেখবে। কারণ আমরা মনে করছি সংঘর্ষে শিক্ষার্থীর বাইরে অন্যরা থাকতে পারে। এ বিষয়ে আমরা সন্দিহান।’