এনসিপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের বৈঠক © টিডিসি ফটো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইলেকশন পর্যবেক্ষণ ও প্রশিক্ষণ উপকমিটির সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবসারভেশন মিশন ২০২৬ এর দুজন বিশেষ পর্যবেক্ষক। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় এনসিপির ইলেকশন পর্যবেক্ষণ ও প্রশিক্ষণ উপকমিটির প্রধান এড হুমায়রা নূর ও সদস্য সচিব আরিফুর রহমান তুহিন উপস্থিত ছিলেন। আর ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবসারভেশন মিশনের পর্যবেক্ষরা হলেন, ঝিগা শুবিচ ও কারিন বার্গকুইস্ট।
জানা গেছে, বৈঠকে আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হিসেবে পরিগণিত হবার ক্ষেত্রে কি কি প্রয়োজন এবং নানান শঙ্কার বিষয় নিয়ে আলাপ হয়।