রাজশাহী কলেজ © সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অংশগ্রহণে আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা রাজশাহী কলেজকে কোনো ধরনের পূর্বনোটিশ না দিয়েই অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হতেই রাজশাহী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।
জানা যায়, গত ১৮ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। তবে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে পারেন ২০ জানুয়ারি, যা নিয়ে শুরু হয় অসন্তোষ। কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের না জানিয়েই প্রতিযোগিতাগুলো সম্পন্ন করা হয়েছে।
খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী নাজিম উদ্দিন বলেন, ‘এই প্রতিযোগিতায় রাজশাহী কলেজের অনেক শিক্ষার্থী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছি। তাদের মধ্য থেকে যারা ভালো করেছে, তাদের জেলা পর্যায়ে খেলার কথা ছিল। অথচ পরে দেখি, সেই খেলাগুলো আমাদের অজান্তেই অনুষ্ঠিত হয়ে গেছে। একজন খেলাপ্রেমী মানুষের জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? আমরা পুরো বিষয়টি সম্পর্কে কিছুই জানতাম না।’
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাসান আলী বলেন, ‘রাজশাহী কলেজ দেশের সেরা কলেজগুলোর একটি। আমাদের শিক্ষার্থীরা প্রতিবছর ক্রীড়াক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে পুরস্কার অর্জন করে। অথচ এত বড় একটি টুর্নামেন্ট আমাদের বাদ দিয়েই হয়ে গেলো। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? আমরা এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে রাজশাহী কলেজ ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো. আবুল মজন চৌধুরী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই প্রতিযোগিতা সম্পর্কে আমাদের কাছে কোনো ধরনের নোটিশ দেয়নি। আমরা প্রথম বিষয়টি জানতে পারি, যখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজশাহী কলেজের মাঠ ব্যবহার করতে চায়। তখন আমি জানতে চাই খেলা কবে অনুষ্ঠিত হবে। তারা শুধু ক্রিকেট ও ফুটবলের কথা জানায়। আমি বলি আরও তো অন্যান্য খেলা রয়েছে। তখন তারা জানায়, ফুটবল ও ক্রিকেট বাদে অন্যান্য খেলাগুলো ১৮ জানুয়ারি ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে এবং নোটিশ পাঠানো হয়েছে। তবে আমরা কোনো নোটিশই পাইনি।’
এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শিক্ষক মহলে প্রশ্ন উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আয়োজনে কীভাবে দেশসেরা কলেজকে অবহিত না করেই গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করা হলো। দ্রুত বিষয়টির তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাজশাহী কলেজ শিক্ষার্থীরা।