ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ পেয়েছেন ববি শিক্ষার্থী আশিকুর

১৪ এপ্রিল ২০২২, ১০:০৫ PM
আশিকুর রহমান

আশিকুর রহমান © টিডিসি ফটো

২০২২ সালে ইরাসমুস মুন্ডুস স্কলারপিশ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী।

এ স্কলার্শিপের আওতায় তিনি ইউরোপের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। এ বছর বাংলাদেশ থেকে ৫৭ জন শিক্ষার্থী ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ পেয়েছেন।

ইরামুস মুন্ডুস স্কলারশিপ প্রাপ্ত আশিকুর রহমান বলেন, ইরাসমুস মুন্ডুস স্কলার্শিপ পেয়ে আমি খুবই আনন্দিত। বিশ্ব র‍্যাঙ্কিং এ উপরের দিকে থাকা ইউরোপের ন্যূনতম দুইটি থেকে চারটি (২-৪) বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাব। দুই থেকে চারটি (২-৪) ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে আমার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করবে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার লেখা প্রকাশ করায় দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধিকে মারধর

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর থেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য নিজেকে তৈরি করেছি। ৩য় বর্ষ থেকে শিক্ষকদের সঙ্গে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি এবং শিক্ষকদের সঙ্গে কয়েকটি পেপার বিশ্বের বিভিন্ন জার্নালে প্রকাশ করেছি। আমাদের বিভাগের শিক্ষকরা অনেক হেল্পফুল। তাদের সহযোগিতা আমাকে এ স্কলারশিপ পেতে সহায়তা করেছে। আমি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।

উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের তত্ত্ববধানে শুরু হয় ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ। এই স্কলারশিপে কমপক্ষে ২ টি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এখানে প্রায় ১২০-এর অধিক সাবজেক্ট বা কোর্স রয়েছে। এই প্রোগ্রাম কাজের অভিজ্ঞতা, গবেষণাপত্র, কো-কারিকুলাম এক্টিভিটি থেকে শুরু করে সকল বিষয়েই গুরুত্ব দেওয়া হয়‌। এই প্রোগ্রামে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৩টি বিষয়ে পড়াশুনা করতে পারবে। তিন’শর বেশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ২৮৫ টি প্রোগ্রামে প্রায় ২০ হাজার শিক্ষার্থী ও ১৫০০ জনের মতো পিএইচডি শিক্ষার্থী প্রতি বছর ইরাসমুস মুন্ডুস স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

হাটহাজারীতে আগুনে পুড়ল বাজারের পাঁচ দোকান
  • ২০ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9