সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপ

২০ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ AM
১৬তম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপ

১৬তম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপ © সংগৃহীত

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপ। এবারের আসরে সর্বোচ্চ ৭১টি দল অংশ নিচ্ছে।

চ্যাম্পিয়নশীপ উপলক্ষে আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরচ্যারী ফেডারেশনের সভাপতি ড. মো: মোখলেস উর রহমান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ এ কে এম শহীদুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো: সোহেল রানা। 

টঙ্গীস্থ আরচ্যারী প্রশিক্ষণ একাডেমিতে ২১-২৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মত আরচ্যারদের জন্য প্রাইজ মানি রাখা হয়েছে।

একক ইভেন্টে স্বর্ণ জয়ী আরচ্যার পাবেন ৫০ হাজার টাকা। এছাড়া রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ী আরচ্যাররা পাবেন যথাক্রমে ২৫ ও ১০ হাজার টাকা। 

রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ১০টি ইভেন্টে মোট ২১০ জন আরচ্যার অংশ নিচ্ছেন। এর মধ্যে রিকার্ভ ডিভিশনে পুরুষ ১০৫ জন ও নারী ৫৪ জন এবং কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ২৭ জন ও নারী আরচ্যার রয়েছেন ২৪ জন। খেলোয়াড়, কর্মকর্তা ও টেকনিক্যাল অফিসিয়াল মিলে প্রায় ৪০০ জনের অংশগ্রহণে এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। 

এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো : নাজিব স্পোর্টিং ক্লাব, পূর্ব আলীপুর যুব সংঘ, গোমতি আরচ্যারী ক্লাব, বাংলাদেশ আনসার, ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি আরচ্যারী ক্লাব, ক্রাউন আরচ্যারী ক্লাব, ঈগল আই আরচ্যারী ক্লাব, ফ্যালকন আরচ্যারী ক্লাব, দি এলিট আরচ্যারী ক্লাব, টাইটান্স আরচ্যারী ক্লাব, ই জি আরচ্যারী ক্লাব, আরচ্যারী সোলজার্স ক্লাব, আরচ্যারী স্টার্স একাডেমি, দয়াগঞ্জ বর্ণালী সংঘ, প্রগতি সংঘ, গুলশান আরচ্যারী ক্লাব, বাংলা ক্লাব, ট্রেড ভিশন, বয়েজ ইউনিয়ন, সতীর্থ ক্লাব, কিশোর সংঘ ক্রীড়া চক্র, এনডি বয়েজ ক্লাব, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, দন্ত্যস সমাজ সেবা সংগঠন।

বাংলাদেশ এক্স-ক্যাডেট ওয়েলফেয়ার ট্রাস্ট, ওল্ড আইডিয়ালস এসোসিয়েশন, মহাস্থান আরচ্যারী ক্লাব, উত্তরা আরচ্যারী ক্লাব, মৌচাক সংঘ, ওয়াহেদ আরচ্যারী ক্লাব, গাজী ট্যাংকস, সাবু স্মৃতি সংসদ, সৃষ্টি আরচ্যারী ক্লাব, বিনন্দপুর সূর্য তরুণ ক্লাব, বসতি আরচ্যারী ক্লাব, টিম ব্লেজার বিডি, তীরন্দাজ ক্লাব, ড্যানিস ক্লাব, কোয়ান্টাম স্পোর্টিয়াম, সিংনা সংঘ, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, এস টি আরচ্যারী ক্লাব, বগুড়া আরচ্যারী ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব, ডিজাইন জোন, উত্তরণ আরচ্যারী ক্লাব, জিম এস্টন আরচ্যারী ক্লাব, আশুলিয়া আরচ্যারী ক্লাব।

এসএসবি আরচ্যারী ক্লাব, সা’দ আরচ্যারী ক্লাব, চুয়াডাঙ্গা আরচ্যারী ক্লাব, গ্রীণ উড ক্লাব, এসবি আরচ্যারী ক্লাব, চুয়াডাঙ্গা আরচ্যারী একাডেমি, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনী, স্প্যারোজ আরচ্যারী একাডেমি, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন, সিটিজি আরচ্যারী ক্লাব, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, আরচ্যারী ক্লাব অব ঢাকা মেট্রোপলিটন, বসুন্ধরা আরচ্যারী ক্লাব, স্পাইডার আরচ্যারী একাডেমি, নটরডেমিয়ান্স, ঢাকা আরচ্যারী ক্লাব, সাভার আরচ্যারী ক্লাব, এ্যারো আরচ্যারী ক্লাব।

টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9