শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: ববি ভিসি

  © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডি-এইট) উন্নয়নশীল আট দেশের জোটের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী পদক্ষেপের জন্য দেশ আজ এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে তারই নেতৃত্বে ডি-৮ সংস্থা আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত ডি-৮। এ সময় উপাচার্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জানা গেছে, চার বছরের জন্য সংগঠনটির সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডি-এইট রাষ্ট্রগুলোর শীর্ষ পর্যায়ের দশম সম্মেলন গত ৫ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়। এই জোটের শীর্ষ পর্যায়ের সম্মেলনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।


সর্বশেষ সংবাদ