আন্তর্জাতিক সম্মেলনে ‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’ পেল ববি

অতিথিদের কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করছেন ড. মো. খোরশেদ আলম
অতিথিদের কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করছেন ড. মো. খোরশেদ আলম  © টিডিসি ফটো

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়ে ‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) গবেষণা টিম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত International Conference on Science and Technology for Celebrating the Birth Centenary of Bangabandhu (ICSTB-2021)-এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে দেশ বিদেশের প্রায় ৭৫০টি গবেষণা কী-নোট স্পিকার, ইনভাইটেড টক্, ওরাল প্রেজেন্টেশন ও পোস্টার সেশনের জন্য গৃহীত হয়। কনফারেন্সের মূল থিম ছিল ‘Innovation for tomorrow’।

আন্তর্জাতিক এ কনফারেন্সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলমের গবেষণা টিম থেকে ২টি গবেষণা গৃহীত হয়। যার মধ্যে একটি ড. মো. খোরশেদ আলম নিজে উপস্থাপন করেন এবং পোস্টারটি তাঁর থিসিস শিক্ষার্থী তৌহিদুর রহমান উপস্থাপন করেন।

১৭৫টি পোস্টারের মধ্যে বিচারকগণ গবেষণাকর্মটির অর্জিনালিটি বিবেচনায় তিনটিকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য নির্বাচিত করেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুর রহমান উপস্থাপিত পোস্টারটি ২য় বেস্ট পোস্টার অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়।

গবেষষণা প্রকল্পটি (Biophysics (Bio-membrane related), যা ড. মো. খোরশেদ আলম ও টিম সদস্যগণ ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সায়েম কাড়াল যুক্ত ছিলেন।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চেীধুরী নওফেল, বিসিএসআইআর চেয়ারম্যান এবং কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. আফতাব আলী শেখের কাছ থেকে গবেষণা টিমের প্রধান হিসাবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ড. মো. খোরশেদ আলম।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ববির গবেষণা টিমের এ সফলতার জন্য টিমকে অভিনন্দন জানিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই প্রাপ্তি শিক্ষার্থীদের মনোবলকে আরো দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলবে। তাদের এ অর্জণ বিশ্ববিদ্যালয়ের অন্যদের অনুপ্রেরণা জোগাবে।


সর্বশেষ সংবাদ