ছাত্রদল নেত্রীকে নির্যাতন: শিক্ষক ও ৫ শিক্ষার্থীর নামে মামলা

  © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলনেত্রী গনিত বিভাগের ৫ম ব্যাচের ছাত্রী জান্নাতুল নওরীন উর্মিকে শারীরিক ও যৌন নির্যাতনের ঘটনার ৯ দিন পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ অভিযোগে এক শিক্ষকসহ ৫ শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়।

সোমবার (৯ মার্চ) রাত ৯টায় বন্দর থানায় অভিযোগ দায়ের করেন নওরীনের বাবা অ্যাডভোকেট আব্দুল মান্নান মৃধা। অভিযোগে উল্লেখ করা হয়, গত পহেলা মার্চ বিকেলে শিক্ষক সুজিত বালা নওরীনের পরীক্ষার খাতা জোর করে টেনে নিয়ে যায় এবং কক্ষ থেকে বের করে দেয়। এরপরই সিড়িতে ৮-১০ জন মুখোশধারী উর্মির মাথায় আঘাত করে।

এতে বলা হয়েছে, গত পহেলা মার্চ বিকেলে একাডেমিক ভবনের একটি কক্ষে গনিত বিভাগের একটি বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার আগেই উর্মির উত্তরপত্র জোর করে টেনে নিয়ে তাকে হল থেকে বের করে দেন প্রভাষক সুজিত কুমার বালা।

পরে হল থেকে সিড়ি বেয়ে নামার সময় মাস্ক পরিহিত আলিম সালেহীন, আরিফুল ইসলাম, আবদল্লাহ ফিরোজ, মো. হাফিজ এবং আসাদুজ্জামানসহ অন্যান্যরা উর্মির উপর নির্যাতন চালায়। অভিযুক্ত শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে।

এ সময় জ্যামিতি বক্সের সূচালো কাটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে উর্মিকে জখম করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় বাসায় ফিরে যায় সে। নিরাপত্তাহীনতার কারনে ওইদিন হাসপাতালে ভর্তি করা হয়নি।

এরপর তার অবস্থার অবনতি হলে ৪ মার্চ শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয় তাকে। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয় তাকে। এ অবস্থার প্রতিকার ও বিচার চেয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই অভিযোগ দায়ের করেন তিনি।

মেট্রোপলিটনের বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, ৯ মার্চ রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উর্মির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ঘটনার সত্যতা নিয়ে সাধারণ শিক্ষার্থীসহ শাখা ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দও সন্দিহান রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দ জানিয়েছেন, মেয়েটা গুরুতরভাবে আহত হয়েছে এটা সত্য, কিন্তু যে জায়গায় হামলার শিকার হওয়ার কথা বলেছেন তা বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে সত্যতা প্রকাশ করার জন্য প্রশাসনের প্রতি জোড় আহ্বান জানান তারা।

শিক্ষকসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় এদিন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের তারা এ মানববন্ধনের আয়োজন করে। এসময় তারা শিক্ষক সহশিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা,ভিত্তিহীন মামলা দায়ের করার জোড় নিন্দা ও প্রতিবাদ জানান। এবং ঐ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গুজব, অপপ্রচার চালানোর অভিযোগে বহিস্কারের আহ্বান জানান।

এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ