অর্ধযুগ পেরিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ফারজানা

© টিডিসি ফটো

উপাচার্যের দায়িত্ব পালনে আমি ‘একযোগে চলার’ নীতিতে বিশ্বাস করি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কথা শুনি। অবশিষ্ট সময়ের দায়িত্ব পালনকালেও এ ধারা অব্যাহত রাখা হবে। অর্ধযুগ দায়িত্ব পালন শেষে অনুভূতি জানতে চাওয়া হলে এমনি উত্তর দেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। জাবির উপাচার্য হিসেবে সোমবার (২ মার্চ) ছয় বছর পূর্ণ হয় তার। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এ পদে আরও দুই বছর থাকতে পারবেন ড. ফারজানা ইসলাম।

জানা যায়, ২০১৪ সালের ২ মার্চ দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন ড. ফারজানা ইসলাম। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ তাকে দ্বিতীয় মেয়াদে আরও ৪ বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ এর ১১(১) ধারা অনুযায়ী নিয়োগের এ প্রজ্ঞাপন জারি করা হয়। সে হিসেবে ২০২২ সালের ২ মার্চ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে থাকছেন তিনি।

এদিকে, তার দায়িত্ব গ্রহণের মেয়াদকাল সপ্তম বছরে উন্নীত হওয়ায় সোমবার উপাচার্যের কার্যালয়ে অধ্যাপক ফারজানাকে অভিনন্দন জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট, অফিসার সমিতি, প্রেস ক্লাব, কর্মচারী সমিতি ও ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও গুণীজন।

দায়িত্ব পালনের ৬ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং ইউজিসির চেয়ারম্যানের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ফারজানা।

তিনি বলেন, উপাচার্যের দায়িত্ব পালনে আমি ‘একযোগে চলার’ নীতিতে বিশ্বাস করি। এ লক্ষ্যে আমি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কথা শুনি। অবশিষ্ট সময়ের দায়িত্ব পালনকালেও এ ধারা অব্যাহত রাখা হবে।

উপাচার্য তার সময়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে বলেন, বিগত অর্থবছরে কয়েকটি অসম্পন্ন কাজসহ উল্লেখযোগ্য নির্মাণ, উন্নয়ন ও সংরক্ষণমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। ১৩৯টি উন্নয়ন কাজ শুরু করা হয়েছে, যার মধ্যে ১৩৫টি কাজের শতভাগ শেষ হয়েছে। বাকী কাজগুলো গড়ে ৯৮ ভাগ সম্পন্ন হওয়ার পথে।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বলেন, প্রায় সাড়ে ১৪শত কোটি টাকা ব্যয়সংবলিত “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন” শীর্ষক একটি প্রকল্প-প্রস্তাব ২০১৮ সালে সরকার অনুমোদন করে। এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি সবচেয়ে বড় উন্নয়ন বাজেট।

ফারজানা ইসলাম ১৯৫৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি হলেন সবার ছোট। তার পৈতৃক নিবাস শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলায়। বাবা আব্দুল কাদের ঢাকা হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার এবং মা ফাতেমা খাতুন ছিলেন গৃহিনী। বড় ভাই শফিকুর রহমান স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান ছিলেন।

১৯৮০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত¡ বিভাগে শিক্ষকতা শুরু করেন , পরবর্তীতে ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে যোগ দেন এবং ২০০১ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। শিক্ষকতাকালে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। শিক্ষকতার পাশাপাশি বেসরকারি সংস্থা ‘নাগরিক উদ্যোগ’ এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আমরা গণভোটে ‘না’ ভোট দেব, জনগনকেও উদ্বুদ্ধ করব: জিএম কাদের
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন ৮০ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে …
  • ২১ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি, শোকজ ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২১ জানুয়ারি ২০২৬
দুই ম্যাচেই বৃষ্টির বাধা, কঠিন সমীকরণে বাংলাদেশ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9