কুবিতে পরিবহন সংকট চরমে, বৃদ্ধির দাবিতে মানববন্ধন

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৪ PM
পরিবহন বৃদ্ধির দাবিতে সোমবার মানববন্ধন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

পরিবহন বৃদ্ধির দাবিতে সোমবার মানববন্ধন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবহন সংকট চরম আকার ধারণ করেছে। প্রতিবছর নতুন শিক্ষার্থী ভর্তি হলেও বাড়ছে না নতুন বাস। মোট শিক্ষার্থীর তুলনায় বাসের সংখ্যা একেবারেই কম। ফলে শিক্ষার্থীদের বাদুরঝোলা করে যাতায়াত করতে হয়। এছাড়া ফিটনেস বিহীন বাসসহ নানা কারণে শিক্ষার্থীদের মাঝে বাড়ছে ভোগান্তি এবং ক্ষোভ। বাস বাড়ানোসহ এসব ভোগান্তি দূর করার দাবিতে আজ সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়টিতে মোট অধ্যয়ন করছেন প্রায় সাত হাজারেরও বেশি শিক্ষার্থী। বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে বাস রয়েছে মাত্র ১৬টি। এর মাঝে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাঁচটি বাস ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ১১টি ভাড়ায় চালিত বাস রয়েছে। যেগুলো শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত হয়। যা মোট শিক্ষার্থীর তুলনায় অপ্রতুল।

অন্যদিকে বিআরটিসির কিছু বাস যাতায়াত অনুপযোগী। প্রায় প্রতিদিন একটি বা দুটি বাস রাস্তায় বিকল হয়ে পড়ে থাকার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে বিআরটিসির পক্ষ থেকে নতুন বাস দেওয়ার পর রাস্তা ভালো না অজুহাতে আবার নিয়ে যাওয়া হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাস সমস্যাটি দীর্ঘদিন ধরে। বর্তমানে এটি প্রকট আকার ধারণ করেছে। কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে ট্যুরে যায় অথচ শিক্ষার্থীরা বাস পায়না। প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি যেন শীঘ্রই এ সংকট সমাধান করে।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ। তিনি বলেন, বাস সমস্যাটি দীর্ঘদিন ধরে। বর্তমানে এটি প্রকট আকার ধারণ করেছে। কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকদের কিন্তু বাস সংকট নেই। তবুও অনেক সময় কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে ট্যুরে যায় অথচ শিক্ষার্থীরা বাস পায়না। প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি যেনও শীঘ্রই এ সংকট সমাধান করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাস সংকটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, পরিবহন পুলে লোকবল কম থাকায় সমস্যা বেশি হচ্ছে। আমরা পরিবহন সংকট কমিয়ে আনার চেষ্টা করতেছি।

বাস সংকট নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের বলেন, আগামী দু’মাসের মধ্যে নতুন ৩টা বাস পরিবহন পুলে যুক্ত হবে। বি.আর.টি.সির দ্বি’তল বাস কোটবাড়ি রোডে চলাচল সমস্যা হবে তাই দ্বি’তল বাস আনা সম্ভব নয়।

৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা, না মানলে মনোনয়ন বাতিল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জবিতে বৃত্তির দাবিতে ভবনে তালা, রাতভর অবরুদ্ধ ভিসিসহ ৩০ কর্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলার রায় আজ
  • ২৬ জানুয়ারি ২০২৬