জকসু নির্বাচনে মেশিনে ভোট গণনা

লিখিত দেওয়ার পরও সুর বদল ছাত্রদল প্যানেলের

০৫ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৭ PM
জবির ভাষা শহীদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল ও ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থীরা

জবির ভাষা শহীদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল ও ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থীরা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ওএমআর মেশিনে ভোট গণনার বিষয়ে সকল প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা লিখিত সম্মতি দিলেও ১২ ঘণ্টার মাথায় ভিন্ন সুরে কথা বলছে ছাত্রদল সমর্থিত ‘নির্ভিক জবিয়ান ঐক্য প্যানেল’।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জকসু নির্বাচন কমিশনের উদ্যোগে সকল প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে মক ভোটের আয়োজন করা হয়। উক্ত মক ভোট শেষে মেশিনে ভোট গণনার পক্ষে সকল প্রার্থী লিখিত মতামত প্রদান করেন। সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস খাদিজাতুল কোবরা ও এজিএস আতিকুর রহমান তানজিল উপস্থিত থেকে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই সিদ্ধান্তে স্বাক্ষর প্রদান করেন। তবে আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এক  জরুরি সংবাদ সম্মেলনে মেশিনের ত্রুটি নিয়ে কথা বলেন। তাদের এ অবস্থানকে সুর বদল বলে মন্তব্য অন্য প্যানেলের প্রার্থীরা। 

এ বিষয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’-এর ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, গতকাল নির্বাচন কমিশন সকল প্যানেল নিয়ে মক ভোটের আয়োজন করে। সেখানে মেশিনে ভোট গণনাসহ দুটি সিদ্ধান্ত হয়, যাতে সবাই স্বাক্ষর করে সিদ্ধান্ত মেনে নেয়। আজ কেউ নতুন করে ম্যানুয়ালি ভোট গণনার দাবি করলে বুঝতে বাকি নেই, এর পেছনে ভিন্ন সুর ও উদ্দেশ্য রয়েছে।

আরও পড়ুন : ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের

বাম সমর্থিত ‘মাওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের ভিপি প্রার্থী গৌরব ভৌমিক বলেন, ‘যেসব ব্যালটে ক্রসের পরিবর্তে টিক চিহ্ন দেওয়া থাকবে, সেগুলো বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ম্যানুয়ালি গণনা এবং ক্রস চিহ্নযুক্ত ব্যালট ওএমআর মেশিনে গণনার সিদ্ধান্ত হয়। উক্ত সিদ্ধান্তে সকল প্যানেল লিখিতভাবে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছে।’

ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী  ফয়সাল মুরাদ বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার ক্ষেত্রে ব্যালট বাক্স ছিনতাই থেকে শুরু করে ভোট কারচুপির সম্ভাবনা বেশি থাকে, যা এই নির্বাচন কমিশনের পক্ষে প্রতিহত করা কঠিন। সবকিছু বিবেচনা করে আমরা সকল প্যানেল ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত মেনে নিয়ে লিখিতভাবে স্বাক্ষর করেছি। আজ যদি কেউ নতুন করে মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনার দাবি তোলে, তাহলে বুঝতে হবে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে হটাৎ কেন তারা সুর বদল করল।’

এদিকে ওএমআর মেশিনে নানান ত্রুটির কথা উল্লেখ করে জকসু নির্বাচনে হাতে ভোট গণনার দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব।গতকাল নির্বাচন কমিশনের মক ভোট আয়োজনের পর লিখিত সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস খাদিজাতুল কোবরা। তবে আজ সে সিদ্ধান্ত থেকে সরে এসে সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি বলেন, ‘গতকাল মেশিনে টেস্টের সময় দুটি মেশিনের ফলাফলে সামান্য পার্থক্য দেখা যায়। তাই আমরা গতকাল স্বাক্ষর করলেও আজ সংবাদ সম্মেলনে ম্যানুয়াল ভোট গণনার দাবি জানিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জকসু নির্বাচন নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর করতে প্রশাসন প্রস্তুত। ওএমআর মেশিনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

জুলাই হামলায় বহিষ্কৃতসহ ৫ বহিষ্কৃত কর্মকর্তা বৈধ ভোটার
  • ০৭ জানুয়ারি ২০২৬
এনইআইআর বাস্তবায়ন ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ
  • ০৭ জানুয়ারি ২০২৬
ভারতে খেলবে না বাংলাদেশ, যেসব পদক্ষেপ নিতে পারে আইসিসি
  • ০৭ জানুয়ারি ২০২৬
৫ ঘন্টা পর ফের ভোট গণনা শুরু, যে প্রক্রিয়ায় হবে গণনা
  • ০৭ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীল…
  • ০৭ জানুয়ারি ২০২৬