ওসমান হাদিকে নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর স্মৃতিস্মারক গ্রন্থ

০৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ AM
নজরুল  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গ্রন্থ

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গ্রন্থ © ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইস্রাফিল আকন্দ রুদ্রর সম্পাদনায় প্রকাশিত হতে যাচ্ছে শহীদ ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ 'শহীদ ওসমান হাদি: স্মৃতিতে, সাহিত্যে ও সংগ্রামে'। 

বইটিতে থাকছে শহীদ ওসমান হাদির চিন্তা, দর্শন, সমাজভাবনা, দেশ ভাবনা ও জীবনদর্শন ইত্যাদি বিষয়কে উপজীব্য করে রচিত প্রবন্ধ-নিবন্ধ। পাশাপাশি তাঁকে নিয়ে লেখা গল্প, কবিতা এবং সহযোদ্ধাদের স্মৃতিচারণমূলক মুক্ত গদ্যসহ বিভিন্ন সাহিত্যিক রচনাও অন্তর্ভুক্ত থাকবে।

গ্রন্থ প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে ইস্রাফিল আকন্দ রুদ্র বলেন, 'শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও চেতনাকে আরও গভীরভাবে তুলে ধরা এবং তা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের ন্যায়, সাহস ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামমুখর করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শহীদ ওসমান হাদির জীবন সাহস, ত্যাগ ও আদর্শের অমর প্রতীক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর আপোষহীন সংগ্রাম, অদম্য দৃঢ়তা ও শাহাদাত; পরবর্তী প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বিশ্বাস করতেন সাহিত্য ও সংস্কৃতির মধ্য দিয়েই সমাজের রূপান্তর সম্ভব।'

তিনি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, চর্চা ও প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে নিয়ে 'টেলস অফ জুলাই' নামে প্ল্যাটফর্মের সূচনা করি। প্রতিষ্ঠালগ্ন থেকেই জুলাইকে উজ্জীবিত ও জীবন্ত রাখার জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছি। জুলাইয়ের কয়েকজন শহীদদের নিয়ে পূর্ববর্তী সময়ে ছয়টা সংকলন প্রকাশ করেছি। আমাদের এই জুলাই-জজবার অন্যতম প্রাণ ছিলেন শহীদ ওসমান হাদি। ব্যক্তিগতভাবে তিনি আমাদের কাজের প্রতি গভীরভাবে সম্পৃক্ত ছিলেন, নিয়মিত উৎসাহ দিয়েছেন এবং সময়ে সময়ে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে আমাদের পথচলাকে সমৃদ্ধ করেছেন। এ প্ল্যাটফর্মের উদ্যোগেই 'শহীদ ওসমান হাদি: স্মৃতিতে, সাহিত্যে ও সংগ্রামে' বইটি প্রকাশিত হবে।

প্রসঙ্গত, ইস্রাফিল আকন্দ রুদ্র নজরুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার প্রথম কবিতার বই ‘বাংলা বিভাগের মেয়ে’ ২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত হয় এবং বর্তমানে বইটির দ্বিতীয় মুদ্রণ বাজারে রয়েছে। এছাড়াও একশোর বেশি শিশু শহীদের জীবনের গল্প নিয়ে রচিত তার আরেকটি মৌলিক গ্রন্থ ‘জুলাইয়ের ফুল’ ২০২৬ সালের বইমেলায় প্রকাশিত হবে।

চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীসহ আটক ৪
  • ০৬ জানুয়ারি ২০২৬
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
  • ০৬ জানুয়ারি ২০২৬
রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ ভাঙচুরের অভিযোগ, গাড়ির ওপর দ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ০৬ জানুয়ারি ২০২৬
দীর্ঘ সময় পর মুখে খাবার তুলেছে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর বিক্ষোভ করে ছিনিয়ে নেওয়ার …
  • ০৬ জানুয়ারি ২০২৬