‘বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই’

০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ PM
আসিফ নজরুল

আসিফ নজরুল © ফাইল ছবি

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রবিবার (৪ জানুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্কের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হতে শুরু হয়। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সময়ের সঙ্গে সেই ব্যবধান আরও স্পষ্ট হয়। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাটি সেই দূরত্বকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে।

এমন প্রেক্ষাপটেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্ব নিয়ে জোরালো আলোচনা চলছে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই হওয়ার কথা ভারতের মাটিতে। তবে বর্তমান পরিস্থিতিতে সেখানে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ভারতে লিগপর্বের ম্যাচগুলো না খেলার বিষয়টি জানিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিসিবি। 

প্রথমে একাধিক বিষয়ে আইসিসির কাছে চিঠি দেওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত একটিমাত্র দাবিই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন পরিচালক এক বৈঠকে মিলিত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ। বিসিবির শীর্ষ পর্যায়ের এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন ঘিরে তিন জেলায় বিজিবি মোতায়েন
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
রুয়েটে নারী নিপীড়নের অভিযোগ: বহিষ্কারের দাবিতে ক্লাস বর্জন
  • ২৮ জানুয়ারি ২০২৬
৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তিতে অনলাইন রেজিস্ট্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নারীদের বিবস্ত্রের ঘোষণা ও হিজাব খুলে নেওয়ার প্রতিবাদে শিবি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন তা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage