জকসু নির্বাচন

নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সভা কাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন–২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন–২০২৫  © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন–২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের এক সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জকসু নির্বাচনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী প্রস্তুতির সার্বিক সমন্বয় নিশ্চিত করতে এই জরুরি সভার আয়োজন করা হয়েছে। সভায় অংশগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রকাশ হলো প্রার্থীদের ব্যালট নম্বর, তালিকা দেখুন এখানে

এ ছাড়া সভায় উপস্থিত থাকার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর এবং জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারকেও বলা হয়েছে। সভার আমন্ত্রিত তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

​উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতেই সরকারের এ উচ্চপর্যায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!