জকসু নির্বাচন

প্রকাশ হলো প্রার্থীদের ব্যালট নম্বর, তালিকা দেখুন এখানে

জকসু নির্বাচন
জকসু নির্বাচন  © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে (জকসু) ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জকসু নির্বাচনের ওয়েবসাইটে প্রার্থীদের এই ব্যালট নম্বর প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন জানায়, কাজের চাপ থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে সময় লেগে যায়। গতকাল ১৫৭ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আজ ব্যালট নম্বর দেয়া হয়েছে।

তালিকা দেখুন এখানে

এর আগে বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংসদ নির্বাচন কমিশন চূড়ান্ত সংশোধিত এই প্রার্থী তালিকা প্রকাশ করে। 

তালিকায় দেখা যায়, ভিপি পদে লড়ছেন ১২ জন, জিএস পদে ৯ জন, এজিএস পদে ৮ জন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সাতজন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সাত জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে পাঁচজন, আইন ও মানবাধিকার পদে পাঁচজন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সাত জন, ক্রীড়া সম্পাদক পদে আট জন, পরিবহন সম্পাদক পদে চারজন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদকে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদকে ৬ জন এবং নির্বাহী সদস্য পদে লড়ছেন ৫৭ জন। এবার জকসুতে মোট ভোটার ১৬ হাজার ৭২৫ জন। 

এর আগে সংশোধিত নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী,  নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর থেকে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবং ভোট গ্রহণ ও গননা ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে কমিশন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!