মহান বিজয় দিবসে আরসিআরইউ’র শ্রদ্ধা

রাজশাহী কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
রাজশাহী কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ  © টিডিসি ছবি

মহান বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসুচীর আয়োজন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিজয় দিবস নিয়ে আলোচনা সভা এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মু: যুহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, আরসিআরইউর শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান এবং শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
 
পরবর্তীতে আরসিআরইউর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন চ্যানেল ওয়ানের বিশেষ প্রতিনিধি আহসান হাবীব অপু, খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম ও জাগো নিউজের রাজশাহী প্রতিনিধি সাখওয়াত হোসেন। 

এছাড়াও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সাঈদ রনি, সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদা, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন ছন্দা সহ অন্যান্য সদস্য ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence