ব্রাকসু নির্বাচন: মনোনয়ন জমাদানের শেষ দিনে উধাও নির্বাচন কমিশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে কমিশনের অনুপস্থিতিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তফসিল অনুযায়ী মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন গ্রহণের কথা থাকলেও সকালে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয় বন্ধ, নেই কোনো দায়িত্বশীল সদস্য।
শেষ দিনে মনোনয়ন জমা দিতে আসা প্রার্থীরা জানান, সকাল থেকেই তারা অপেক্ষা করে আছেন। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও নির্বাচন কমিশনের কাউকে না পেয়ে তারা চরম বিড়ম্বনা ও অনিশ্চয়তায় পড়েন। এ অবস্থায় পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
মনোনয়ন জমা দিতে এসে প্রার্থী মো. শিবলী সাদিক বলেন, ‘সকাল থেকে অপেক্ষা করছি, কিন্তু কমিশনের কাউকে পাওয়া যাচ্ছে না। মনোনয়নের শেষ দিনে এমন অনুপস্থিতি বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা। এতে নির্বাচনব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।’
ভিপি পদপ্রার্থী আহমাদুল হক আলবীর বলেন, ‘অফিস বন্ধ, নেই কোনো নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা। আজ শেষ দিন জেনেও সকাল থেকে অপেক্ষা করছি। এতে আমাদের সাংবিধানিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।’
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এটি ইচ্ছাকৃত অনিয়ম ও উদাসীনতা। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান।